দক্ষিণ ২৪ পরগনা জেলার,১৩২ সাগর বিধানসভা কেন্দ্রের মৌশুনী গ্ৰাম পঞ্চায়েত এলাকার বালিয়াড়া গ্ৰামে দেখা দিল কুমীর বাচ্চা।নোনাজলে প্লাবিত চাষ অযোগ্য জমিতে মাছ ধরার জন্য ফাঁন্দ বসাতে গিয়ে ফাঁন্দের মধ্যে ধরা পড়লো একটি কুমীরের বাচ্চা।
খবরাখবর হতে সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য কাইউম খান,পঞ্চায়েত সমিতির সদস্য রামকৃষ্ণ সী,সেরাফৎ আলী সাহা উপস্থিত থেকে বকখালী বনদপ্তরের হাতে ওই কুমীর বাচ্চাটিকে তুলে দেয়, ওই এলাকায় একটি কুমীরের বাচ্চা উদ্ধারের ফলে ওই এলাকার মানুষজন প্রচুর আতঙ্কে মধ্যে রয়েছে, ওই গ্রামবাসীদের ধারণা না জানি পুকুর ও খালবিলের মধ্যে বাচ্চা সহ বড়ো কুমীর থাকতে পারে,
ওই কুমীর বাচ্চাকে ঘিরে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে ওই এলাকায়,
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours