নন্দকুমার এইচএস স্কুলে চুরি, ঘটনাটি ঘোটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার আন্তোরগত নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতর নন্দকুমার পুর উচ্চ বিদ্যালয়ে (এইচএস) , স্থানীয় সুত্রে খাবর গাতকাল রাত্রে কয়েকজন দুস্কৃতি বিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালায়,
আজকের সকালে স্কুলের এক গ্রুপ D কর্মচারী স্কুলে এসে দেখেন যে স্কুলের দরজা ভাঙ্গা এবং স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র সব স্কুলের যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে,
তখন তিনি ওই স্কুলের একজন শিক্ষককে ফোন করে ঘটনাটি জানান তার পরে ওই শিক্ষক স্কুলের প্রধান শিক্ষককে ফোন করে পুরো ঘটনাটি খুলে বলেন, তারপর তিনি স্কুলে আসেন,
স্কুলের এক শিক্ষকের কাছ থেকে জানা গিয়েছে যে স্কুলের লকার থেকে নগদ দশ হাজার টাকা ও দুটি কম্পিউটার সহ স্কুলের বেশ কিছু তথ্য চুরি করা হয়েছে, ওই স্কুলে চুরির ঘটনায় কে বা কারা যুক্ত এখনো পর্যন্ত জানা যায়নী,
গতকাল স্কুল চুরির ঘটনার তদন্তে নেমেছে রায়দিঘি থানার পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours