নতুন এই নিয়ম জানা ছিল না অনেক যাত্রীদেরই ৷ তাঁদের কাছে রিটার্ন টিকিট না থাকায় দুবাই বিমানবন্দরেই সবাই আটকে পড়েন ৷
#দুবাই:অতিমারীর মধ্যে কোথাও যাত্রা করাই রীতিমতো কঠিন কাজ ৷ বিশেষ করে যদি বিদেশযাত্রা হয় ৷ কাগজপত্র বা অন্যান্য নিয়মগুলি মেনে চললে হয়তো তেমন সমস্যা হবে না ৷ তবে আগে যেভাবে ট্রাভেল হত, ততোটা ‘স্মুথ’ যাত্রা হয়তো এখন আর নেই ৷ দুবাই বিমানবন্দরে সম্প্রতি প্রচুর সংখ্যক ভারতীয় যাত্রীরা আটকে পড়েন ৷ তাঁদের সেদেশে ঢুকতে দেওয়া হয়নি ৷ কারণ দুবাই সরকার এখন ট্যুরিস্টদের জন্য নতুন গাইডলাইন ঘোষণা করেছে, সেটা হল কারোর কাছে রিটার্ন এয়ার টিকিট না থাকলে তাঁকে সেদেশে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না ৷ বিমানবন্দরেই আটকে দেওয়া হবে ৷ নতুন এই নিয়ম জানা ছিল না অনেক যাত্রীদেরই ৷ তাঁদের কাছে রিটার্ন টিকিট না থাকায় দুবাই বিমানবন্দরেই সবাই আটকে পড়েন ৷
গত ১৫ অক্টোবর এই নতুন সার্কুলার জারি করা হয় দুবাই সরকারের তরফে ৷ সেটা হল, ‘‘ যাত্রীরা যাঁরা ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে যাচ্ছেন, তাঁদের কাছে রিটার্ন ফ্লাইট টিকিট না থাকলে তাঁদের সেদেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷ আর এটা সংশ্লিষ্ট বিমানসংস্থারই দায়িত্ব যে যাত্রীদের কাছে রিটার্ন টিকিট থাকবে না, তাঁদের ডিপোর্ট করা হলে ওই বিমানসংস্থাই আবার তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে ৷ ’’
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ডিপোর্ট হওয়া যাত্রীদের আবার বিমানসংস্থাকেই তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় দুবাই বিমানবন্দরের তরফে ৷ কিন্তু ফিরতি বিমানে জায়গা না থাকায় ভালমতোই সমস্যায় পড়েন যাত্রীরা ৷ ৩০০-র বেশি যাত্রীদের কাছে রিটার্ন টিকিট না থাকায় তাঁদের দুবাইতে ঢুকতে দেওয়া হয়নি ৷ যাদের মধ্যে অধিকাংশ যাত্রীরাই ছিলেন ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ৷ ভারতীয় যাত্রীর সংখ্যাই ছিল প্রায় ২০০-র কাছাকাছি ৷ শেষপর্যন্ত দুবাইয়ের ভারতীয় দূতাবাস থেকেই সব আটকে পড়া ভারতীয় যাত্রীদের ধীরে ধীরে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours