(০৪/১০/২০২০ তারিখ রবিবার, সময় সকাল ৭:০০টায়) সাগরদ্বীপের রাজনৈতিক আকাশে এক উজ্জ্বলময় নক্ষত্রকে হারালাম,
যার নাম - মাননীয় নিরুপম জানা , বয়স ৪৩ বছর, নিরুপম_জানা_অমর_রহে!
সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য,শিক্ষক ও তৃনমূল কংগ্রেসের লড়াকু সৈনিক - নিরুপম জানার অকাল প্রয়ানে গভীর ভাবে শোকাহত..! তাই আজকের সাগরের পঞ্চায়েত সমিতির কার্যালয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে,
এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের সম্মানীয় বিধায়ক মাননীয় - শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় - রাজেন্দ্রনাথ খাঁড়া মহাশয়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মাননীয় - মহিতোষ দাস মহাশয়,
মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় - আব্দুল শামির শাহ্ মহাশয় সহ ওই পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য - সদস্যা বৃন্দ,
Post A Comment:
0 comments so far,add yours