২ অক্টোবর মহাত্মা গাঁধীর ১৫১ তম জন্মদিনে, তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছিলেন শাহরুখ খান। সেই শ্রদ্ধার টুইটই যে তাঁর কাল হবে কে জানত! কিং খানের বিরুদ্ধে বিষেদাগার করলেন তাঁরই সহ অভিনেত্রী সায়নী গুপ্তা।
ঠিক কী ঘটেছে?
শাহরুখ খান টুইটে লিখেছিলেন, ''আমরা চাইব, ভালো, খারাপ, সব সময়ই গান্ধীজির আদর্শে আমাদের সন্তানরা অনুপ্রাণিত হোক, মেনে চলুক। খারাপ জিনিস শোনা উচিত নয়, দেখা উচিত নয়, বলাও উচিত নয়। গান্ধীজির ১৫১ তম জন্মবার্ষকীতে সত্যের প্রতি মূল্যবোধ বাড়ুক।''
কিং খানের এই টুইটের পরই তাঁকে একহাত নিয়েছেন তাঁর সহ অভিনেত্রী সায়নী গুপ্তা। সায়নী শাহরুখের উদ্দেশ্যে লেখেন, ''আপনি মুখ খুলুন, সত্য কথা বলুন, গান্ধীজি শিখিয়েছিলেন, নিপীড়িত, শোষিত ও আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে। নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।''
সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড নিয়ে দেশ তোলপাড়। ধর্ষকদের শাস্তি চেয়ে সরব দেশবাসী। এমনকি আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন সহ অনেক তারকাই হাথরস ও বলরামপুরের ঘটনায় ধিক্কার জানিয়েছেন। তবে এতকিছুর পরেও শাহরুখ খান একেবারেই চুপ। শুধু তাই নয়, সুশান্ত মৃত্যু থেকে মাদককাণ্ড কোনওকিছু নিয়েই মুখ খুলতে দেখা যায়নি কিং খানকে। আর তাতেই বিরক্ত সায়নী কিং খানকে একহাত নিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬-র 'ফ্যান' ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করেন সায়নী গুপ্তা। বি-টাউনে কিং খানের বিরুদ্ধে মুখ খুলতে সাধারণত কাউকে দেখা যায় না। তবে সায়নী উল্টোটাই করলেন। যদিও শাহরুখ এখনও সায়নীর মন্তব্যের কোনও জবাব দেননি।
Post A Comment:
0 comments so far,add yours