দেখে নিন কী কী নিয়মে বদল করেছে এসবিআই ৷
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি মাসে একাধিক নিয়ম বদল করেছে ৷ এই বদল ফিক্সড ডিপোজিট থেকে এটিএম থেকে টাকা তোলার নিয়মের সঙ্গে যুক্ত ৷ বদল হওয়া নিয়মের প্রভাব গ্রাহকদের উপর সরাসরি পড়তে চলেছে ৷ আপনি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ দেখে নিন কী কী নিয়মে বদল করেছে এসবিআই ৷
দিন দিন এটিএম প্রতারণার মামলা বাড়তে থাকায় এবার এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল করা হয়েছে ৷ এবার থেকে 24×7 ওটিপি বেসড এটিএম উইথড্রয়েলের সুবিধা দেবে স্টেট ব্যাঙ্ক ৷ দেশের সমস্ত এটিএমে ১৮ সেপ্টেম্বর থেকে এই নিয়ম লাগু হয়ে গিয়েছে ৷ এর আগে কেবল রাত ৮ টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই ১০ হাজার টাকার বেশি তুললে ওটিপি-র দরকার লাগত ৷ পয়লা জানুয়ারি ২০২০ থেকে এই নিয়ম লাগু করা হয়েছিল ৷ তবে এবার তা 24×7 করে দেওয়া হয়েছে ৷
স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের লোন রিস্ট্রাকচারের সুবিধা দেওয়ার জন্য শীঘ্রই ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে ৷ এই প্ল্যাটফর্মে ঠিক করা হবে কোন গ্রাহকদের কত দিনের জন্য মোরাটোরিয়াম (SBI Loan Moratorium) মিলবে ৷ মনে করা হচ্ছে এই মাসের শেষের সপ্তাহে এই প্ল্যাটফর্ম লঞ্চ করা হবে ৷ অনুমান করা হচ্ছে ২৪ সেপ্টেম্বর এই প্ল্যাটফর্মের লঞ্চিং হতে পারে ৷
অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম (Special Fixed Deposit Scheme) ইনভেস্ট করার জন্য শেষ তারিখ বাড়ানো হয়েছে ৷ মে মাসে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই উইকেয়ার সিনিয়ার সিটিজেন টার্ম ডিপোজিট স্কিমের (SBI WECARE Senior Citizens Term Deposit scheme) ঘোষণা করেছিল ৷ বর্তমানে সুদের হার কমেই চলেছে ৷ এই পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের বেশি সুদের হার দেওয়ার জন্য এই যোজনা লঞ্চ করা হয়েছিল ৷ বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্কিমে লঞ্চ করার শেষ দিন ৷ তবে এখন তা বাড়ানো হয়েছে ৷
অন্যদিকে ফের একবার এফডি-র সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক ৷ ২ কোটি টাকার কম ১-২ বছরের রিটেল ডোমেস্টিক টার্ম ডিপোজিটে সুদের হার ০.২০ শতাংশ কমানো হয়েছে ৷ নতুন সুদের হার ১০ সেপ্টেম্বর ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ এর আগে ২৭ মে সুদের হার কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক ৷
Post A Comment:
0 comments so far,add yours