ভারতের স্টার বলে নেই ছাড়! রোহিত-সূর্যদের জন্য নয়া ফতোয়া MCA-র
ইলিশ নাকি চিংড়ি, ফুটবলপ্রেমী সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দ কোনটি?
দিলীপের ‘রাফ অ্যান্ড টাফ’ ইমেজটাই পছন্দ, মনের কথা খুলে বললেন রিঙ্কু
মুর্শিদাবাদের হিংসা নিয়ে বাংলাদেশের মাথাব্যথা, ‘নিজের চরকায় তেল’ দিতে বলল ভারত
সকাল থেকেই সাজো সাজো রব, দিলীপ ঘোষের ভিলায় কারা এলেন, কী হচ্ছে অন্দরমহলে, দেখুন
দেখে নিন কী কী নিয়মে বদল করেছে এসবিআই ৷
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি মাসে একাধিক নিয়ম বদল করেছে ৷ এই বদল ফিক্সড ডিপোজিট থেকে এটিএম থেকে টাকা তোলার নিয়মের সঙ্গে যুক্ত ৷ বদল হওয়া নিয়মের প্রভাব গ্রাহকদের উপর সরাসরি পড়তে চলেছে ৷ আপনি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ দেখে নিন কী কী নিয়মে বদল করেছে এসবিআই ৷
দিন দিন এটিএম প্রতারণার মামলা বাড়তে থাকায় এবার এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল করা হয়েছে ৷ এবার থেকে 24×7 ওটিপি বেসড এটিএম উইথড্রয়েলের সুবিধা দেবে স্টেট ব্যাঙ্ক ৷ দেশের সমস্ত এটিএমে ১৮ সেপ্টেম্বর থেকে এই নিয়ম লাগু হয়ে গিয়েছে ৷ এর আগে কেবল রাত ৮ টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই ১০ হাজার টাকার বেশি তুললে ওটিপি-র দরকার লাগত ৷ পয়লা জানুয়ারি ২০২০ থেকে এই নিয়ম লাগু করা হয়েছিল ৷ তবে এবার তা 24×7 করে দেওয়া হয়েছে ৷
স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের লোন রিস্ট্রাকচারের সুবিধা দেওয়ার জন্য শীঘ্রই ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে ৷ এই প্ল্যাটফর্মে ঠিক করা হবে কোন গ্রাহকদের কত দিনের জন্য মোরাটোরিয়াম (SBI Loan Moratorium) মিলবে ৷ মনে করা হচ্ছে এই মাসের শেষের সপ্তাহে এই প্ল্যাটফর্ম লঞ্চ করা হবে ৷ অনুমান করা হচ্ছে ২৪ সেপ্টেম্বর এই প্ল্যাটফর্মের লঞ্চিং হতে পারে ৷
অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম (Special Fixed Deposit Scheme) ইনভেস্ট করার জন্য শেষ তারিখ বাড়ানো হয়েছে ৷ মে মাসে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই উইকেয়ার সিনিয়ার সিটিজেন টার্ম ডিপোজিট স্কিমের (SBI WECARE Senior Citizens Term Deposit scheme) ঘোষণা করেছিল ৷ বর্তমানে সুদের হার কমেই চলেছে ৷ এই পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের বেশি সুদের হার দেওয়ার জন্য এই যোজনা লঞ্চ করা হয়েছিল ৷ বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্কিমে লঞ্চ করার শেষ দিন ৷ তবে এখন তা বাড়ানো হয়েছে ৷
অন্যদিকে ফের একবার এফডি-র সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক ৷ ২ কোটি টাকার কম ১-২ বছরের রিটেল ডোমেস্টিক টার্ম ডিপোজিটে সুদের হার ০.২০ শতাংশ কমানো হয়েছে ৷ নতুন সুদের হার ১০ সেপ্টেম্বর ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ এর আগে ২৭ মে সুদের হার কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক ৷
Post A Comment:
0 comments so far,add yours