রাস্তা বন্ধ করে এবার তৃণমূলের সভা করার অভিযোগ ভাঙড়ের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে । বুধবার ভাঙড়ের জামিরগাছি বাসস্ট্যান্ডে একটি পথ সভা করে তৃণমূল। এলাকার তৃণমূল নেতা নান্নু হোসেনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। যেখানে নান্নু অনুগামি মিজানুর আলম,ফিরোজ সাফুইদের পাশাপাশি উপস্থিত হয়েছিলো এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীরা। যার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে যায় হাড়োয়া ভাঙড় রোড।
তা নিয়েই এলাকার সাধারণ মানুষের পাশাপাশি ক্ষোভ উগরে দেন নিত্য যাত্রীরা। ব্যস্ততম রাস্তার উপর কেন সভা করা হল? জানতে চাওয়া হলে এলাকার তৃণমূল নেতা তথা জেলাপরিষদ সদস্য নান্নু হোসেন জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জামিরগাছি বাসস্ট্যান্ডে আমাদের একটা চা চক্র অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান হওয়ার কথা শোনার পর এলাকার সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়।আমরা যতটা সম্ভব দ্রুত মিটিং এর কাজ শেষ করে দিয়েছিলাম।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours