ছ’দিনের নিভৃতবাস পর্ব কাটিয়ে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিলেন আন্দ্রে রাসেল। কোচ ব্রেন্ডন ম্যাকালামও নাইটদের প্রস্তুতিতে যোগ দিয়েছেন একই দিনে। শুক্রবারই একটি ভিডিয়ো প্রকাশ করা হয় নাইটদের ইনস্টাগ্রামে। যেখানে দেখা যায় মাঠে প্রবেশ করার আগে তাপমাত্রা মাপা হচ্ছে বিধ্বংসী রাসেল ও কোচ ম্যাকালামের। মাঠে ঢুকতেই তাঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণরা। প্রথম দিন ব্যাট করলেও কিছুক্ষণের জন্য ব্যাট করেন রাসেল। নজর কাড়েন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা পেসার আলি খান। তাঁর ইয়র্কারে মুগ্ধ কোচ থেকে মেন্টর।
সুনীল নারাইন, ক্রিস গ্রিনও নেমে পড়লেন অনুশীলনে। ৩৬ ঘণ্টার নিভৃতবাস পর্ব কাটিয়ে শনিবার থেকেই অনুশীলনে নেমে পড়বেন অভিজ্ঞ অইন মর্গ্যান, প্যাট কামিন্স ও টম ব্যান্টনরা। যে হেতু এত দিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ছিলেন কামিন্স, মর্গ্যানরা। তাই আলাদা করে তাঁদের ছ’দিনের বাধ্যতামূলক নিভৃতবাস পর্ব কাটাতে হচ্ছে না।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours