ফ্রেজারগঞ্জ নদীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক মৎস্যজীবীর। মৃতের নাম কুমারেশ বিশ্বাস (৫৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ফেরারগঞ্জের অমরাবতী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে ৪ দিন মাছ ধরার পর শুক্রবার একটি ট্রলার মোহনার দিকে ফিরছিল। কিন্তু এদিন হঠাৎই দুপুর নাগাদ ট্রলারের এক কর্মী কুমারেশের বুকের যন্ত্রনা ওঠে।
সেই সময় ট্রলারে থাকা বাকি মৎস্যজীবীরা তাঁর মাথায় জল ও বরফ দেন। কিন্তু ধীরে ধীরে কুমারেশ নিস্তেজ হয়ে পড়েন। এরপরই মাঝি ট্রলার ঘুরিয়ে তৎক্ষণাৎ ফ্রেজারগঞ্জের ঘাটে ফিরে আসেন। কিছুক্ষণের মধ্যেই কুমারেশকে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Post A Comment:
0 comments so far,add yours