অনেকেই নিজের চুল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেন ৷ ক্যাটরিনা কিন্তু তা পছন্দ করেন না ৷

ক্যাটরিনা কাইফ ৷ ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী যত দিন যাচ্ছে, ততই যেন আরও সুন্দর হচ্ছেন ৷ বলিউডের হট ডিভা ক্যাটরিনা কাইফ। বরাবরই তিনি ফিটনেস, শরীর চর্চার বিষয়ে অত্যন্ত সচেতন । শরীরকে ফিট ও সুন্দর রাখতে নিজেকে কীভাবে তৈরি করছেন ক্যাটরিনা, তার টিপস আগেই দিয়েছিলেন ৷ এবার নিজের ঘন, সুন্দর চুলের রহস্যও জানালেন অভিনেত্রী ৷
চুলকে কীভাবে ঘন, সুন্দর ও সতেজ রাখতে হয় ৷ তা হয়তো ক্যাটরিনা কাইফকে দেখেই শিখতে হয় ৷ আর কয়েক বছর পরেই অভিনেত্রীর বয়স হবে ৪০ ৷ কিন্তু তাঁকে দেখে এখনও ৩০-এর কমই মনে হয় ৷ করোনার জেরে লকডাউনেও নিজেকে ধরে রাখতে শরীরচর্চা থেকে শুরু করে চুলের পরিচর্যা নিয়মিত বাড়িতেই করে গিয়েছেন ক্যাটরিনা ৷
একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছেন, ‘‘ আমার কোনওদিনই চুলে জট পড়া বা চুল খারাপ প্রায় থাকেই না ৷ তার জন্য প্রতিদিন আমি চুল ওয়াশ করি ৷ আমার চুল খুব সহজেই হ্যান্ডল করা যায় ৷ তাই চুল ধোয়ার পর শুকিয়ে নিতেও কোনও সমস্যা হয় না ৷ অনেক মহিলারাই আছেন ৷ যাঁরা নিজেদের বড় চুল নিয়মিত ধোয়া পছন্দ করেন না ৷ স্নানের সময় মাথায় জল সেভাবে দেন না ৷ আমি কিন্তু চুল ধোয়াটা পছন্দ করি ৷ যদি চুল নিয়মিত পরিষ্কার রাখা যায় ৷ তাহলে চুলে জট পরার সম্ভাবনা থাকে না ৷ চুল ভালই থাকে ৷ অবশ্যই প্রতিদিন চুল ওয়াশ করা বা শ্যাম্পু করাটা কঠিন কাজ ৷ কিন্তু চুল ভাল রাখতে সেটা করতেই হবে ৷ ’’
অনেকেই নিজের চুল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেন ৷ ক্যাটরিনা কিন্তু তা পছন্দ করেন না ৷ নিজের চুল লম্বাই রাখেন ৷ এবং নিয়মিত চুল ধোয়াটা পছন্দ করেন তিনি ৷
ক্যাটরিনার মতে, আমরা অনেকেই মনে করি প্রতিদিন শ্যাম্পু করাটা চুলের পক্ষে খারাপ ৷ কিন্তু সেটা কিন্তু আদতে নয় ৷ চুলের যত্ন নেওয়া, নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours