ওয়েবসাইটে একটি নির্দিষ্ট কি-ওয়ার্ড দিয়ে সার্চ করার প্রবণতা ক্রমেই বাড়ছে৷ তা হল, সুইসাইড৷ গত ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটু একটু করে সুইসাইড সার্চ করার প্রবণতা বেড়েছে নেটিজেনদের মধ্যে৷ সাধারণ মানুষের মধ্যে এই ধরনের প্রবণতায় সিঁদুরে মেঘ দেখছেন গবেষকরা৷
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর কয়েকজন বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের সার্চ প্রবণতা বিপজ্জনক৷ সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা উচিত৷ ব্যবস্থা নেওয়া দরকার৷
বিশ্বে যত মৃত্যু, তার মধ্যে প্রথম দশে রয়েছে আত্মঘাত৷ ২০১৮ সালে আইসিএমআর-এর গবেষণার প্রকাশিত রিপোর্ট বলছে, ২০১৬ সালে প্রায় ২ লক্ষ ৩০ হাজার ৩১৪ জন মানুষ আত্মহত্যায় মারা গিয়েছেন৷ গোটা বিশ্বে যত সুইসাইড হয়, তার মধ্যে ভারতের মহিলাদের অবদান ৩৬.৬ শতাংশ ও পুরুষদের সুইসাইডের হার ২৪.৩ শতাংশ৷
সবচেয়ে ঝুঁকিবহুল হল কম বয়সিরা৷ ২০১৬ সালে ভারতে সবচেয়ে বেশি সুইসাইড করেছে ১৫ থেকে ৩৯ বছর বয়সিরা৷ এদের মধ্যে ৭১.২ শতাংশ মহিলা ও ৫৭.৭ শতাংশ পুরুষ৷
AIIMS-এর মনোরোগ বিভাগের অধ্যাপক রাজেশ সাগরের কথায়, 'গুগল-এ সার্চ ট্রেন্ডে দেখা গিয়েছে, সুইসাইড সম্পর্কিত কি-ওয়ার্ড দিয়ে সার্চ করার প্রবণতা বেড়েছে ভারতে৷ সবচেয়ে চিন্তার বিষয় হল, মানুষ নিজের ক্ষতি করার উপায় খুঁজছে।
সুইসাইড সার্চের প্রবণতা সবচেয়ে বেশি হারে বেড়েছে সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে৷
Post A Comment:
0 comments so far,add yours