রবীন্দ্র সরোবর ফ্রেণ্ড ফোরামস্ কোলকাতার সৌজন্যে নারিকেল চারা গাছ রোপন ও বিতরণ কর্মসূচি,
এই কর্মসূচির আগে ভারত সেবাশ্রমের নিয়ম অনুযায়ী অনুষ্ঠানটি যজ্ঞের মাধ্যমে শুরু করা হবে
পরিচালনায়-আর্য সমাজ  হাওড়া ট্রাস্ট ও ভারত সেবাশ্রম সংঘ
স্থান-সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির (কাকদ্বীপ)
এই অনুষ্ঠানের উদ্বোধক সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়,
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্য সমাজের  কার্যকর্তা - শ্রী মধুসূদন শাস্ত্রী মহাশয়,
আর্য সমাজ হাওড়া প্রধান- প্রমোদ আগারওয়াল মহাশয়,
উপস্থিত ছিলেন কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক -   প্রদীপ প্রামাণিক মহাশয়,
আরো উপস্থিত ছিলেন- আনন্দদেব আর্য্য মহাশয়
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours