১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি!
উল্টোডাঙা ফুটওভার ব্রিজে ওইটা কী? তুমুল হইহই
হিন্দু হয়েও কোন ‘বুদ্ধির জোরে’ জঙ্গির AK 47-এর নলের মুখ থেকে ফিরলেন দেবাশিস?
মধ্যরাতে ডাক পড়ল পাক কূটনীতিকের, ৭ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
বৈসরনে সেই রিসর্টের বাইরে রিলস বানাচ্ছিলেন পর্যটক, আচমকাই গুলির শব্দ-আর্তচিৎকার, পরের মুহূর্তেই…ভয়াবহ ছবি পর্যটকের পোস্ট করা ভিডিয়োয়
(১৫/০৯/২০২০) তারিখ মঙ্গলবার ঠিক সন্ধ্যায় ৬টা সময় ভয়াবহ আগুনে ভষ্মিভূত গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম এর নিকটে ৮টি দোকান ,
স্থানীয়সূত্রে জানা যায় যে সন্ধ্যার ৬টার সময় স্থানীয় ব্যবসায়ী মিলন গিরি তার দোকানে মধ্যে তৈরি হওয়া ভিমরুলের চাকে আগুন লাগাতে গিয়ে এই বিপত্তি, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে আসে পাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন , ও সাগরের বিশাল পুলিশ বাহিনী,
স্থানীয় লোকজনের সাথে গন্ডগোল লেগে যায় দমকল কর্মীদের , তারপর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের টানা ৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে,
কিন্তুু আজকে সকালে তারা যখন দোকানের শেষ সম্বল টুকুনি আছে কিনা দেখতে আসে এসে দেখে তাদের দোকানের কিছুই নেই সব কালকের রাতের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে তারপর এইসব দেখে দোকানদার গুলো কান্নায় ভেঙে পড়ে,
আজকের সকালে গঙ্গাসাগর কোষ্টাল থানার ওসি দেবাশীষ রায় মহাশয় ও অনিল কুমার রায় মহাশয়া (S.D.P.O/Kakdwip)
ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং কাকদ্বীপের এসডিপিও সাহেব অনিল রায় মহাশয় ওই অসহায় দোকানদার গুলোর পাশে থাকার আশ্বাস দেন,
Post A Comment:
0 comments so far,add yours