দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের আবার ও ঘটলো পথ দুর্ঘটনা 
ঘটনাটি ঘটেছে সাগরের বকুলতলাতে , স্থানীয় সূত্রে জানা যায় ওই বাইকে ছিল দুইজন ছেলে তাদের একজনের নাম- মানব দাস,বয়স-৩০, বাড়ি-সাগরের  কচুবেড়িয়া,
আর একজনের নাম-পিন্টু প্রধান,বয়স-২৫, বাড়ি- সাগরের ফুলবাড়ী ( ১০/০৯/২০২০ রাত্রি ৮:০০ নাগাত বাইক নিয়ে সাগরের বামনখালী থেকে কচুবেড়িয়া দিকে আসার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা ষাঁড়কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তায় পাশে থাকা গার্ডরেলে ধাক্বামারে,
ওই দুর্ঘটনাটা দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ও ওইখানে ডিউটিতে থাকা ভিলেজ পুলিশ দেবব্রত মাইতি তাদের দুই জনকে উদ্ধার করে সাগর গ্ৰামীন হসপিটালে ভর্তি করে,
ওই দুই জনের মধ্যে বাইকের ডাইভার মানব দাসের অবস্থা আশঙ্কাজনক,
তাদের দুই জনকে সাগর গ্ৰামীন হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর তাদের (১০/০৯/২০২০) রাত্রি ১০:২০  নাগাদ ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটালে রেফারেন্স করে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours