কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত ব্যবসায়ী বা সংস্থার নামে হয়ে থাকে ৷
#নয়াদিল্লি: যে গ্রাহকদের অ্যাকাউন্টে আগে থেকেই ক্যাশ বা ওভারড্রাফ্টের মাধ্যমে ক্রেডিট সুবিধা দেওয়া হয় তাঁদের আর কারেন্ট অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে সমস্ত ব্যাঙ্কদের এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ মনে করা হচ্ছে আরবিআই-এর এই সিদ্ধান্তে ব্যাঙ্কেরই সুবিধা হবে ৷ কারেন্ট অ্যাকাউন্টের সুবিধার অপব্যবহার করে অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে প্রতারণা করেন যে সমস্ত ব্যক্তি, তাঁদের আটকানো সম্ভব হবে৷ লোন নেওয়ার জন্য বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা জারি করার নতুন উপায় নিয়ে এসেছে আরবিআই ৷
কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত ব্যবসায়ী বা সংস্থার নামে হয়ে থাকে৷ ব্যবসায়ীদের বা সংস্থার সাধারণত প্রতিদিন টাকা লেনদেনের দরকার পড়ে ৷ প্রতিদিন বড় অঙ্কের টাকা লেনদেনের জন্য কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা হয়ে থাকে৷
আরবিআই-এর নতুন নির্দেশ অনুযায়ী, কোনও ব্যাঙ্ক সেই সমস্ত গ্রাহকদের জন্য কারেন্ট অ্যাকাউন্ট খুলবে না যাঁদের ব্যাঙ্কিং প্রণালী থেকে ক্যাশ ক্রেডিট বা ওভারড্রাফ্টের মাধ্যমে ক্রেডিট সুবিধা রয়েছে৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্ক সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফ্ট সুবিধা রয়েছে যে অ্যাকাউন্টগুলিতে সেগুলিকে নিয়মিত মনিটারিং করবে৷ এই মনিটরিং কমপক্ষে ত্রৈমাসিক হিসেবে করা হবে ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours