সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তদন্তের কড়া নজরে সুশান্তের প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী ৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তদন্তের কড়া নজরে সুশান্তের প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী ৷ তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে রিয়ার কাণ্ড কারখানা ৷ নেটিজেনদের কাছে তো রিয়া হলেন আসল কালপ্রিট !
তা এই রিয়া চক্রবর্তী সিনে কেরিয়ার কতটা মজবুত? কীভাবে পা দিলেন বলিউডে? বেঙ্গালুরুতে জন্ম রিয়ার ৷ বাঙালি পরিবারের মেয়ে ৷ প্রথম থেকেই শো বিজনেসে আসার ইচ্ছে ছিল তাঁর ৷ সেই মতো টিভি সঞ্চালনা থেকেই ক্যামেরার সামনে আসা ৷ এমটিভিতে বহুদিন সঞ্চলনা করেছেন ৷
তারপর দক্ষিণী ছবিতে এন্ট্রি ৷ ছবির নাম তুনেগা তুনেগা ৷ এরপর আরও দুএকটা দক্ষিণী ছবি করলেও, তা তেমন বক্স অফিসে সফল নয় ৷
বলিউডে আসলেন, মেরি ড্যাড কি মারুতি ছবি থেকে ৷ ছবি ফ্লপ ৷ এরপর সোনালি কেবল নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি ৷ সেটিও ফ্লপ ৷
অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর অভিনীত হাফ গার্লফ্রেন্ড ছবিতেও দেখা গিয়েছিল রিয়াকে ৷ তবে ছোট্ট
চরিত্রে ৷
রিতেশ দেশমুখের সঙ্গে জুটি বেঁধে ব্যাঙ্ক চোর ৷ আর মহেশ ভাটের জলেবি ছবিতে অভিনয় করেন রিয়া ৷ দুটি ছবিই ডাহা ফ্লপ ৷
Post A Comment:
0 comments so far,add yours