মিউচ্যুয়াল ফান্ডের SIP তে ইনভেস্ট করা বেশ লাভজনক হতে পারে ৷
#নয়াদিল্লি:মানুষের মধ্যে একটি ধারনা রয়েছে যে সারা জীবনে কাজ করেও কোটিপতি হওয়া প্রায় অসম্ভব ৷ কিন্তু এটা একদম ভুল ধারনা ৷ একটু বুদ্ধি করে এবং ঠিক সময়ে ঠিক জায়গায় ইনভেস্ট করলে সহজেই কোটিপতি হয়ে যাবেন ৷ এর জন্য প্রথমে একটি প্ল্যান তৈরি করতে হবে ৷ সঠিক স্কিমে ইনভেস্ট করার পাশাপাশি সময় সময়ে পোর্টফোলিও ব্যালেন্স করতে হবে ৷ লং টার্মে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে (Equity Mutual Fund) ইনভেস্ট করে ভাল রিটার্ন পেতে পারেন ৷ আপনি কী জানেন প্রতিদিন মাত্র ৩৩ টাকা করে সেভিংস করে কোটিপতি হতে পারবেন আপনি ৷
লম্বা সময়ের ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড ভাল রিটার্ন দিয়ে থাকে ৷ মিউচ্যুয়াল ফান্ডের SIP তে ইনভেস্ট করা বেশ লাভজনক হতে পারে ৷ এসআইপি-র মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ এবং তার উপরে পেয়ে যেতে পারেন ভাল রিটার্ন ৷ তবে অবশ্যই মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার আর্থিক পরিস্থিতি এবং রিস্ক নেওয়ার ক্ষমতা খতিয়ে দেখে নেওয়া উচিৎ ৷
লং টার্মে বছরে ১২ শতাংশ করে রিটার্ন মিললে কোটিপতি হয়ে পারেন সহজে ৷ আপনার বয়স ২০ বছর হলে তাহলে প্রতিদিন ৩৩ টাকা অর্থাৎ মাসে প্রায় ১০০০ টাকা সেভিংস করতে হবে ৷ ৪০ বছর পর আপনার কাছে ১.১৮ কোটি টাকা হয়েছে ৷ আপনার মোট ইনভেস্টমেন্ট ৪০ বছরে ৪.৮ লক্ষ টাকা হয় ৷
২০ বছরে বেশ কিছু মিউচ্যুয়াল ফান্ড ইনভেস্টরদের ১২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৷ ABSL ডিজিটাল ইন্ডিয়া ফান্ড ১৪.৯১ শতাংশ, ABSL ইক্যুইটি ১৭.১৯ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ তবে আপনাকে আপনার ইনভেস্টমেন্টের উপর নজর রাখতে হবে ৷ প্রত্যেক ছ’মাস বা এক বছরে খতিয়ে দেখতে হবে ৷ ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়লে ইনভেস্টমেন্ট চালু রাখুন ৷ কোনও কারণে নিজের ইনভেস্টমেন্ট নিয়ে সন্তুষ্ট না হলে অন্য ক্যাটাগরিতে ইনভেস্ট করতে পারেন ৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours