সুশান্ত সিং রাজপুতের মৃত্যু্র পর থেকে বিচার চেয়ে বারবার সরব হচ্ছেন অঙ্কিতা লোখন্ডে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, সুশান্ত যে কোনওদিন অবসাদগ্রস্থ ছিলেন না, সে বিষয়ে দাবি করেন অঙ্কিতা লোখন্ডে। এবার প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী প্রকাশ্যে আনলেন আরও বেশ কিছু তথ্য।

সম্প্রতি সুশান্তের একটি ফ্যান পেজের তরফে অভিনেতার ছোটবেলার ছবি শেয়ার করা হয়। ওই ছবিতে সুশান্তের দিদি শ্বেতা সিং, টিম কঙ্গনা রানাউত এবং অঙ্কিতা লোখন্ডেকে ট্যাগ করা হয়। যে ছবির নীচে অঙ্কিতা লিখে জানান, কিশোর কুমারের গান 'মেরে দিল মে আজ ক্যা হ্যায়' ছিল সুশান্তের অত্যন্ত প্রিয় গান। সুশান্ত নিজেও ওই গান গাইতেন বলে জানান অঙ্কিতা।
এদিকে সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খোলেন অঙ্কিতা লোখন্ডে। নাম না করেই রিয়ার বিরুদ্ধে তোপ দাগেন অঙ্কিতা। ভালবাসা, সততা-র মতো একাধিক শব্দ ব্যবহার করে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দাগেন অঙ্কিতা লোখন্ডে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours