এই তিথিতে শাস্ত্র মতে সাধনা করলে অশেষ পূণ্যলাভ হয় । এই তিথিকে তারারাত্রিও বলা হয়।
• কৌশিকী অমাবস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি । তবে এই কৌশিকী অমাবস্যাকে তারারাত্রিও বলা হয়ে থাকে ৷ এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা ৷ কৌশিকী অমাবস্যার রাতে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন তিনি ৷
• বলা হয়, ভাদ্র মাসের এই পূণ্য তিথিতে তারা মায়ের পুজো করে দ্বারকা নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় ৷
• এই তিথিতে শাস্ত্র মতে সাধনা করলে অশেষ পূণ্যলাভ হয় ।
• আজ কৌশিকী অমাবস্যা। মঙ্গলবার সকাল ৯ টা ৪৬ মিনিট হইতে বুধবার সকাল ৮ টা ২২ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours