দেশের দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক৷ তারা সেপ্টেম্বরের শুরুতেই নিজেদের গ্রাহকদের জন্য দারুণ দুঃসংবাদ নিয়ে এল৷ তাদের ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণে সুদের হার এক লাফে বাড়ল অনেকটা৷ সোমবার রেপো রেটের সঙ্গে যুক্ত সুদের হার (RLLR) ০.১৫ শতাংশ বেড়ে ৬.৮০ শতাংশ করে দেওয়া হয়েছে৷ গৃহ, শিক্ষা, গাড়ি, ছোট উদ্যোগ সবকিছুর সঙ্গে যুক্ত ঋণেই এই প্রভাব পড়ছে৷একই সময়ে, পিএনবি তার বেস রেট ০.১০ শতাংশ থেকে কমিয়ে ৮.৯০ শতাংশে নামিয়েছে।

এরই জেরে এক ধাক্কায় হোম লোন ও অটো লোন আরও মহার্ঘ্য হতে চলেছে৷ লোনের ইএমআই-তে কবে অবধি ছাড় থাকবে এই নিয়ে আজ সুপ্রিম কোর্টে মহা গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে৷ লকডাউনের পর RBI তিন মাসের জন্য লোন মোরোটোরিয়ামের ঘোষণা করেছিল৷ পরে সেটা তিম মাস আরও বাড়িয়ে দেওয়া হয়৷ কিন্তু আদালতে দায়ের করা পিটিশনে আবেদন করা হয়েছে যে করোনা ভাইরাস সংক্রমণ কালে যে কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাতে ডিসেম্বর অবধি লোনের মোরোটোরিয়াম বৃদ্ধি করা হোক৷গত সপ্তাহে পিএনবি-র পক্ষ থেকে মল্লিকার্জুন রাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁরা জুন অবধি মোট ৭.২১ লক্ষ কোটি টাকার ধার দিয়ে রেখেছেন৷ এরমধ্যে এমএসএমই-তে মোটে ১.২৭ লক্ষ কোটি টাকা নিবেশ আছে৷ এরমধ্যে ১৪ শতাংশ এনপিএ৷ এর ফলে ৫ থেকে ৬ শতাংশ ঋণ পুনর্গঠিত হবে৷ যা প্রায় ৪০,০০০ কোটি টাকা৷ 

রাও আরও জানিয়েছেন কোম্পানির ঋণের পুনর্গঠনের জন্য ক্ষমতা সম্পন্ন কোম্পানির আবেদনের ওপর করা হবে৷ ১০০ কোটি টাকার বেশি ঋণ নেওয়া কোম্পানির জন্য আরবিআই বিশেষ সমিতি গঠন করবে৷ তিনি আরও জানিয়েছেন এই অঞ্চলটি কেন্দ্রীভূত বা বিভাগের কেন্দ্রীভূত হবে, আমরা আগামী কয়েক দিনের মধ্যেই যা জানা যাবে৷ আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে কমিটির সুপারিশগুলি অধ্যয়ন করার পরে ঋণ পুনর্গঠনের নিয়মগুলি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অবহিত করা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours