প্রয়াত ভারতীয় ধ্রুপদী সঙ্গীত জগতের নক্ষত্র শিল্পী পণ্ডিত যশরাজ ৷ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷  বয়স হয়েছিল ৯০ ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷

শিল্পীর প্রয়াণে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান ৷ তাঁর কথায়, পণ্ডিত যশরাজের মৃত্যুর মধ্যে দিয়ে ভারতীয় সঙ্গীতজগতের এক উজ্জ্বল তারার পতন ঘটেছে ৷ একটা যুগের শেষ ৷
শিল্পীর প্রয়াণে শুধুই রহমান নন, বলিউডের তারকারাও সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে শিল্পীকে জানিয়েছেন শেষ শ্রদ্ধা ৷

১৯৩০ সালের জানুয়ারি মাসে হরিয়ানার পিলি মান্দোরিতে জন্ম হয় যশরাজের ৷ ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি টান অনুভব করতেন তিনি ৷ শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভালবাসা ছিল প্রথম থেকেই ৷ সেই ভালবাসা থেকেই বাবা পণ্ডিত মতিরামের কাছে প্রথম তালিম নেন ৷ বাবার মৃত্যুর পর দাদা পণ্ডিত প্রতাপ নারায়ণের কাছে তালিম নেন ৷

১৯৪৬ সালে কলকাতায় এসে পণ্ডিত যশরাজ রেডিওতে শাস্ত্রীয় সংগীত গাওয়ার তালিম দিতেন। জনপ্রিয় ফিল্ম পরিচালক ভি সান্তারামের কন্যা মধুরা সান্তারামকে বিয়ে করেন তিনি ৷

৮০ বছরেরও বেশি সঙ্গীত জীবনে তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে পণ্ডিত যশরাজকে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours