কেন্দ্র জানিয়েছে, ২৯ ও ৩০ অগাস্টের রাতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে চিন সেনা৷ ভারতীয় সেনা সাহসিকতার সঙ্গে অনুপ্রবেশ রুখে দিয়েছে৷
#নয়াদিল্লি: লাদাখে চিন সেনার অনুপ্রবেশ রুখে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই সীমান্তের ঘটনার বিস্তারিত রিপোর্ট দিতে দিল্লি গেলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর৷ News18-কে একটি সূত্র জানিয়েছে, ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে রিপোর্ট নিচ্ছেন লাদাখ পরিস্থিতি নিয়ে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠকের নির্যাস, যে কোনও পরিস্থিতির জন্য তৈরি ভারত৷ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে৷
কেন্দ্র জানিয়েছে, ২৯ ও ৩০ অগাস্টের রাতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে চিন সেনা৷ ভারতীয় সেনা সাহসিকতার সঙ্গে অনুপ্রবেশ রুখে দিয়েছে৷ ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়েছে, ২৯/৩০ অগাস্ট রাতে চুক্তি লঙ্ঘন করে পূর্ব লাদাখে অনুপ্রবেশের চেষ্টা করে৷ সামরিক পদক্ষেপ করে সেখানে স্থিতাবস্থা নষ্ট করে তারা। ভারতীয় জওয়ানদের সংঘর্ষে লিপ্ত হতে উস্কানি দেয়। সেনার মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানান, সমস্যার সমাধানে চুসুলে ব্রিগেড কম্যান্ডর স্তরের বৈঠক হচ্ছে৷ সেনার বিবৃতি অনুযায়ী, প্যাংগং তাসো লেকের দক্ষিণে চিন সেনার প্ররোচনামূলক গতিবিধি রুখে দিয়েছে সেনা৷
গত ১৫ জুনের পরে এটাই প্রথম লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষ৷ গত সাড়ে ৩ মাস ধরে লাদাখে ভারত-চিন মুখোমুখি৷ বহু বার বৈঠকের পরেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি৷ দু দেশের সেনা সরানোর প্রক্রিয়া গত ৬ জুলাই শুরু হয়৷ তার আগে প্রায় ২ ঘণ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ই-র মধ্যে মিটিং হয়৷ তারপরে সীমান্তে তপ্ত পরিস্থিতি সামান্য কমে৷ কিছু জায়গায় ভারত ও চিন-- উভয় পক্ষই সেনা সরায়৷
Post A Comment:
0 comments so far,add yours