চিনের সেই ইউহান৷ এই সেই শহর, যেখানে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে৷ তারপর বিশ্বজুড়ে যা চলছে, সেই অভিজ্ঞতা আমৃত্য ভুলবে না, এই শতকের বিশ্ববাসী৷ গত বছর ডিসেম্বরে চিনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল৷
বিশ্ব যখন করোনার সঙ্গে লড়াই করে ক্লান্ত, তখন ইউহানে পার্টি চলছে৷ ইউহানের মায়া বিচ ওয়াটার পার্কে কয়েকশো মানুষ জড়ো হয়ে দেদার পার্টিতে মাতলেন৷ ডিজে-র তালে নাচ, জলে নেমে তুমুল হুল্লোড়৷
উহানের এই ওয়াটার পার্কটি জুন মাসে খুলেছে৷ ৭৬ দিনের টানা লকডাউনের শেষে ধীরে ধীরে আনলক হচ্ছে ইউহান৷ আপাতত সেখানে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে৷ এই ওয়াটার পার্কে এখন মহিলাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হচ্ছে৷
সকলে সেলফি-তে ব্যস্ত৷ চলল নাচ-গান৷ ডিজে চলল দেদার৷ তাত্পর্যপূর্ণ বিষয় হল, পার্টিতে যাঁরা হুল্লোড় করছেন, তাঁরা কেউ মাস্ক পরেননি৷
ইউহানে লকডাউন তোলা হয়েছে এপ্রিল মাসে৷ গত মে মাসের মাঝামাঝি থেকে হুবেই প্রদেশের রাজধানী ইউহানে নতুন করে করোনা আক্রান্তের কোনও খবর নেই৷
স্থানীয় পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সেখানে ৪০০টি পর্যটন স্থলে ফ্রি এন্ট্রি করা হয়েছে৷
Post A Comment:
0 comments so far,add yours