নিজের ব্লগেই সেই কথা লিখে ফেললেন বিগবি ৷
#মুম্বই:সবে করোনা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন ৷ আর ফিরেই মিস করছেন কাজকে ৷ আর তাই তো ৬ মাস ধরে বাড়িতে বসে থেকে কিছুটা বিরক্তও তিনি ৷ নিজের ব্লগেই সেই কথা লিখে ফেললেন বিগবি। 
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, কোনও বর্ষীয়াণ অভিনেতা বা অভিনেত্রী এই সময়ে শ্যুটিংয়ে কাজ করতে পারবেন না ৷ অমিতাভ সেই নিয়ম একেবারে অক্ষরে অক্ষরে পালন করছেন ৷ তবুও যা শ্যুটিং করেছেন, তা একেবারেই বাড়ি মধ্যে থেকে ৷
তবে সেই শ্যুটিংয়ে কী আর মন ভরে অভিনেতার ? ভরছেও না, তাই তো ক্যামেরা, লোকেশন, শ্যুটিং সব কিছুকেই মিস করছেন বিগবি ৷ আর সে কথা সোশ্যাল মিডিয়ায় জানাতেই ৷ তাঁরই এক ভক্ত ঝাঁপিয়ে পড়ে, অমিতাভকে অফার দিলেন চাকরির ৷ সে কথাই নিজের ব্লগে জানালেন অমিতাভ ৷
তা কী সেই চাকরির অফার? ভক্ত বিগবিকে লিখলেন, ‘এক কাজ করুন ৷ আপনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নাম লিখিয়ে ফেলুন ৷ নয়তো, এক শান্তির দোকান খুলুন ৷ যেখানে শান্তি বিক্রি করবেন ৷’ গোটা ব্যাপারটায় অমিতাভ জবাবও দিলেন বুদ্ধি করে ৷
অমিতাভ লিখলেন, ‘My job is now insured ....There are of course many other anxieties that trouble the mind. Government authorities have stipulated that those at 65 age and above cannot go out to work .. a few days back that age limit was reduced even further to 50 yrs,”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours