সুশান্ত সিং রাজপুতের বাবা রিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন, তাঁর অভিযোগ রিয়াই সুশান্তের অন্যতম হত্যাকারী
মুম্বই: সুশান্ত রাজপুত মৃত্যু মামলায় গতকালই সিবিআই ১০ ঘণ্টা জেরা করে রিয়া চক্রবর্তীকে ৷ মৃত্যুর দিন যাঁরা আবাসনে উপস্থিত ছিলেন সেই চারজনকেও আলাদা করে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সূত্রের খবর, রিয়া চক্রবর্তীকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে ৷ অভিযোগ, রিয়ার সঙ্গে ড্রাগ চক্রের যোগাযোগ রয়েছে ৷ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা যায়, জেরা করা হবে রিয়াকে। শুক্রবার রিয়াকে ১০ ঘণ্টার জেরায় যে ১০টি পয়েন্ট উঠে এসেছে সেগুলি হল --
১) সূত্রের খবর, সুশান্ত সিং রাজপুত মামলায় তদন্তকারী দলের প্রধান নূপুর প্রসাদ রিয়া চক্রবর্তীর বয়ান রেকর্ড করেছেন ৷ সুশান্তের পরিবারের পক্ষ থেকে সিবিআইয়ের সামনে দাবি করা হয়েছে রিয়া ও তাঁর পরিবার সুশান্তকে মানসিক নির্যাতন করতেন ৷ জুন মাসে সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন রিয়া, সুশান্তের মৃত্যুতে রিয়ার বড় ভূমিকা আছে বলেই অভিযোগ করা হয়েছে ৷
২) সান্তাক্রুজের ডিআরডিও গেস্ট হাউজে প্রায় রাত ৯টা পর্যন্ত সিবিআই রিয়া চক্রবর্তীকে জেরা করেছে ৷ শুক্রবার সকাল ১০টায় সিবিআইয়ের মুখোমুখি হতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রিয়া ৷ ফের জিজ্ঞাসাবাদের জন্য রিয়াকে তলব করেছে সিবিআই।
৩) সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরেই সান্তাক্রুজ পুলিশ স্টেশনে গিয়ে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রিয়া, একই সঙ্গে তাঁর সুরক্ষার বিষয়ে কথাও বলেছেন ৷ অভিযোগে রিয়া বারবার জানিয়েছেন সংবাদ মাধ্যম সব সময় তাঁকে অনুসরণ করছে ৷ তাঁর ঘরের বাইরে জমায়েত করছে ৷
৪) শুক্রবার সিবিআইয়ের তিন সদস্যের টিম রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ প্রথম দল নীরজ, সিদ্ধার্থ পিঠানী, স্যামুয়েল মিরান্ডাকে জেরা করেছে ৷ দ্বিতীয় দল রিয়াকে জেরা করেছে ৷ তৃতীয় দল রিয়ার ভাই শৌভিককে জেরা করেছে ৷
৫) এই মামলা সংক্রান্ত বিষয়ে তদন্তে নেমে ইডি গৌরব আর্য নামে এক ব্যক্তির সন্ধান পায় যিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে ড্রাগ সংক্রান্ত বিষয় নিয়ে চ্যাট করেছিলেন । তাঁকে ৩১ অগাস্টের আগে দেখা করার সমন পাঠিয়েছে সিবিআই।
৬) ইডি সুশান্ত সং রাজপুতে মৃত্যুর তদন্ত করতে গিয়ে গোয়ায় হোটেলের ব্যবসা করেন গৌরব আর্যকে ৩১ অগাস্টের মধ্যে মুম্বইয়ের ইডির দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন ৷
৭) তদন্তে ইডি জানতে পেরেছে সুশান্তি সিং রাজপুত ও তাঁর চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী গৌরব আর্যকে ফোনে কিছু নিষিদ্ধ ড্রাগ নিয়ে মেসেজ করেছিলেন। সেই বিষয়ে কথাবার্তার সঙ্কেত পাওয়া গিয়েছে ৷ এরপরেই গৌতম আর্যকে ডাকা হয়েছে ৷
৮) ইডি গত বৃহস্পতিবার রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর উপস্থিতিতে ব্যাঙ্কের বিশ কিছু লকার খুলেছিলেন ৷ এর আগে এই লকারের ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ এরই মাঝে এনসিবির কর্তারা বৃহস্পতিবার দিল্লি থেকে মুম্বইতে পৌঁছেছিলেন, তদন্তকারী ইডি কর্তাদের সঙ্গে বৈঠক করতে ৷ জানতে পারা গিয়েছে এনসিবি খুব তাড়াতাড়ি জিজ্ঞাসাবাদে ডাকতে পারে হোয়াটসঅ্যাপ চ্যাটে যাঁদের নাম সামনে এসেছে, তাঁদের৷
৯) ইডি সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর দুটি মোবাইল ফোনই ক্লোন করেছে যার ডিজিটাল ডেটা অ্যানালিসিস করা হচ্ছে ৷
১০) সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং রিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন তাঁর সন্তানকে খুন করেছেন রিয়া ৷ তিনি সিবিআইয়ের কাছে আবেদন করেছেন যাতে রিয়া ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয় ৷
Post A Comment:
0 comments so far,add yours