করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগেই করোনা রিপোর্ট পজেটিভ আসে তাঁর। তারপর চিকিৎকদের পরামর্শে ভর্তি হয়েছিলেন মেদান্ত হাসপাতালে। সেকথা নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি। আজ ফের টুইট করে তাঁর নোভেল জয়ের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
টুইট করে তিনি লিখেছেন, "আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।" এই সময় যাঁরা তাঁর স্বাস্থ্যের শুভকামনা করে পরিবারের সাহস বাড়িয়েছেন, তাঁদেরও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অমিত শাহ। তবে চিকিৎসকের পরামর্শ মতো এখন কয়েকদিন হোম আইসোলেশনেই থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 মেদান্ত হাসপাাতলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর করোনা পজেটিভ হওয়ার পর তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে যাওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। তারপর বিজেপি শিবিরের অনেকেই হোম আইসোলেশনে গিয়েছিলেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours