গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ১নং গ্ৰাম পঞ্চায়েতের কোচুবেড়িয়া বকুলতলা গ্ৰামে মুড়িগঙ্গা নদী বাঁধ ভাঙনের কারণে আজকের সকাল সাড়ে দশটা থেকে ওই দুটি গ্ৰামে জল ঢুকছে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা নীজেরাই বাঁধ মেরামতের কাজ সুরু করেছে
রাতে যদি নদীর অনেক জল বাড়ে সেই ভয়ে স্থানীয় বাসিন্দারা তাদের শেষ চেষ্টা টুকু করছে।
তার সাথে সুমতিনগর, বঙ্কিমনগর,সাউ ঘেরি ঘোড়ামারা, দেবনগর ইত্যাদি এলাকাও প্লাবিত হয় নদীর জলে।
Post A Comment:
0 comments so far,add yours