‌এ যুগের মারণ ব্যধিগুলির মধ্যে অন্যতম ক্যান্সার। প্রতিদিনই বিভিন্নভাবে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এবার সেই রোগ প্রতিরোধেই নতুন একটি প্রযুক্তির আমদানি করল অ্যাপোলো গ্লেনিগেলস হসপিটাল। বুধবার ঘোষিত হল অ্যাপোলর বিশেষ উন্নততর চিকিৎসা ব্যবস্থা Halcyon™️ Radiation Therapy System। যা ক্যান্সার মোকাবিলায় আরও শক্তি যোগান দেবে বলে মনে করা হয়েছে। ইমেজ গাইডেড রেডিও থেরাপি রোগ সারিয়ে তুলতে সাহায্য করবে। এই প্রযুক্তি পূর্ব ভারতে প্রথম এই হাসপাতালে এসে পৌঁছেছে। ক্যান্সার মোকাবিলায় এক উন্নততর চিকিৎসা পদ্ধতি এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।
অ্যাপোলো হসপিটাল গ্রুপের চেয়ারম্যান ডক্টর প্রতাপ রেড্ডি জানিযেছেন, সংস্থা সব সময়েই চেয়েছে উন্নত দেশগুলির চিকিৎসাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এমন সুযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যা তাঁদের সুস্থ রাখবে। সেই তালিকাতেই যুক্ত হল Halcyon™️ Radiation Therapy System। গর্বের সঙ্গে আমরা ঘোষণা করছি, পূর্ব ভারতে আমরাই প্রথম যাঁরা ক্যান্সার চিকিৎসায় এই প্রযুক্তিকে ব্যবহার করব। যেভাবে প্রতিদিন ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে উন্নততর চিকিৎসা ব্যবস্থা রাখা এখন একান্তই দরকার। যদি এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে ক্যান্সারে মৃত্যুর হারও কমতে পারে বলে মনে করি। আমার মনে হয় পূর্ব ভারতের মানুষের ক্যান্সার চিকিৎসায় Halcyon™️ Radiation Therapy System নতুন করে ভরসা যোগাবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours