করোনা ভাইরাসে আক্রান্ত হলেও বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন। যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের অনেকেরই অন্য রোগ ছিল। দেখে নিন কোন রোগগুলির কারণে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় অনেকটা।
• ডায়াবিটিস: যে সমস্ত মানুষের আগে থেকেই ডায়াবিটিসের মতো কঠিন রোগ রয়েছে, তাঁদের করোনা কাবু করতে পারে সহজে। রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে তাঁদের রক্ত প্রবাহে সমস্যা দেখা দেয়। শরীরে পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা তাঁদের কম থাকে। ফলে করোনা আক্রান্ত হলে ডায়াবিটিসের রোগীদের ঝুঁকি বেশি।
• ক্যান্সার: অবশ্যই ক্যান্সার আক্রান্ত রোগীদের করোনা আক্রান্ত হলে ঝুঁকি খুব বেশি। কারণ, ক্যান্সার রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমিয়ে দেয়। শরীর সহজে যে কোনও রোগে আক্রান্ত হয় ক্যান্সার রোগীর। সেই কারণে করোনাও সহজে কাবু করতে পারে ক্যান্সার আক্রান্তকে।
• হাইপারটেনশন: হাইপারটেনশনের রোগীদের করোনা আক্রান্ত হলে জীবনের ঝুঁকি খুবই বেশি। বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে যাঁদের রক্তচাপ নিয়ন্ত্রিত নয়, তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অতিরিক্ত পরিমাণে বেশি। তাই হাইপারটেনশনও করোনা আক্রান্তের ঝুঁকি বাড়িয়ে দেয়।
• কিডনির সমস্যা: যাঁরা কিডনির সমস্যায় ভোগেন, তাঁদেরও করোনা আক্রান্ত হলে প্রাণের ঝুঁকি হতে পারে। তাই এই সময়টা সাবধানে থাকা ভাল।
• অতিরিক্ত বা কম ওজন: স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ওজন বা কম ওজন, দুইই করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত রোগীর ক্ষেত্রে ক্ষতিকর। শরীরের এই অবস্থা করোনায় রোগীর ঝুঁকি বাড়িয়ে দেয়।
Post A Comment:
0 comments so far,add yours