সুশান্তের মৃত্যুর পর সকলেই অভিযোগের আঙুল তুলেছেন অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। সিবিআই পর পর দু'দিন রিয়াকে জেরা করে। ফের ডাকা হতে পারে অভিনেত্রীকে। রিয়া শুধু সিবিআইকে নয় বিভিন্ন চ্যানেলেও খোলাখোলি সাক্ষাৎকারে সুশান্তকে নিয়ে নানা তথ্য সামনে এনেছেন।

কয়েক দিন আগেই রিয়া একটি সাক্ষাৎকারে বলেন, " সুশান্ত 'কেদারনাথ' ছবির শ্যুটিং থেকেই মারিজুয়ানা সেবন করতেন।" মারিজুয়ানাকে ড্রাগসের সঙ্গে তুলনা করেন রিয়া। আর এই বক্তব্যেই ক্ষোভ প্রকাশ করলেন বলিউডের আর এক অভিনেত্রী রিচা চড্ডা।

তিনি ট্যুইটারে একটি পোস্ট লেখেন, "যখন সারা বিশ্ব মারিজুয়ানা বা গাঁজার স্বাস্থ্যগুন মানছে, সেখানে আমাদের দেশের কিছু মানুষ গাঁজাকে ড্রাগসের সঙ্গে তুলনা করছেন। মারিজুয়ানা বা গাঁজা আমাদের দেশের প্রাচীন সভ্যতার সঙ্গে জড়িয়ে আছে। এটা কখনই ড্রাগস নয়। ভগবান শিবের পুজোতেও ব্যবহার করা হয়। হলি ও শিবপুজোতেও ব্যবহার করা হয় গাঁজা।" এই ট্যুইট তিনি শেয়ার করেন। এর পরই সকলে রিচাকে সমর্থনও করেন। তবে অতিরিক্ত মাত্রায় গাঁজা সেবন কখনই ভাল হতে পারে না।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours