এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বীরভূম জেলার সিউড়ি সংশোধনাগারের বন্দীরা। সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়া আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই সংশোধনাগারের ভিতরেই আক্রান্তদের চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি সংশোধনাগার কর্তৃপক্ষ।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সিউড়ি সংশোধনাগারে এখনো পর্যন্ত ৩৬ জন বন্দী কয়েদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার প্রায় ৫০০ জন কয়েদির মধ্যে ১৯৯ জন এর র্যাপিড টেস্ট হয়। সেখান থেকে ৩৬ জনের শরীরে ভাইরাস পাওয়া গিয়েছে। সংশোধনাগারের ভিতরের চিকিৎসা কেন্দ্রে রেখে আক্রান্তদের চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। র্যাপিড টেস্টের কিট শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার দিন লালারসে নিয়ে পরীক্ষা করা হয়েছে ১৯৬ জন কয়েদির। বুধবার দিন তাদের রিপোর্ট পাওয়া যাবে। বাকিদের আগামী বৃহস্পতিবার দিন পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। তবে সংরক্ষিত এলাকায় কিভাবে করোনাভাইরাসের প্রবেশ সেই নিয়ে চিন্তিত সব মহল।
ইতিমধ্যেই সংশোধনাগারের ভিতরে জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে। এ বিষয়ে সংশোধনাগার কর্তৃপক্ষ মুখ খোলেনি। বীরভূম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, “প্রথমদিন সংশোধনাগারে পরীক্ষায় ৩৬ জন এর করোনা সংক্রমণ পাওয়া পাওয়া গিয়েছে। সংশোধনাগারের ভিতরেই আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে।”
Post A Comment:
0 comments so far,add yours