ভারতে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর গতি যেন কমছেই না ৷ আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাগাতার বেড়েই চলেছে ৷ শনিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ লক্ষ হতে চলেছে ৷ ভারত বিশ্বের মধ্যে তৃতীয় দেশ যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ ভারতের থেকে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে আমেরিকা ও ব্রাজিলে ৷ শুক্রবারও দেশের মধ্যে ৬৮ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন ৷ অর্থাৎ ৩০ লক্ষ হওয়া থেকে ২৯০০০ কেস কম রয়েছে ভারতে ৷
আমেরিকা ও ব্রাজিলের থেকে বর্তমানে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস ৷ মাত্র ১৬ দিনে ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ অথচ ব্রাজিলে ২০ থেকে ৩০ লক্ষ হতে প্রায় ২৩ দিন সময় লেগেছিল ৷ আমেরিকায় সময় লেগেছিল প্রায় ২৮ দিন ৷ প্রথমে ভারতে ১০ লক্ষ আক্রান্ত হয়েছিল ১৩৮ দিনে ৷ কিন্তু এরপর সংক্রমণ ছড়ানোর গতি হু হু করে বেড়ে যায় ৷ ১০ লক্ষ থেকে ২০ লক্ষ হতে সময় লেগেছিল ২১ দিন৷
তবে স্বস্তির বিষয় হচ্ছে ভারতে মৃত্যুর হার অনেকটাই কম ৷ এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৫৪৮৪৯ জনের ৷ অথচ আমেরিকায় ৩০ লক্ষ আক্রান্ত হওয়ার সময় ১ লক্ষ ৩০ হাজার জনের মৃত্যু হয়েছিল ৷ ব্রাজিলে ৩০ লক্ষ আক্রান্তের সময় মৃত্যু হয়েছিল ১ লক্ষের বেশি ৷ ভারতে এখন মৃত্যুর হার ২ শতাংশের কম ৷ আমেরিকা ও ব্রাজিলে মৃত্যুর হার অনেকটাই বেশি ৷ভারতে করোনা রোগীর সুস্থতার হার প্রায় ৭৪ শতাংশ ৷ বর্তমানে দেশে প্রায় ৬,৯২,০২৮ জনের করোনার চিকিৎসা চলছে যা মোট আক্রান্তের ২৩.৮২ শতাংশ ৷
গত ২৪ ঘণ্টায় ৯৮৩ জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে ৩২৬ জন মহারাষ্ট্রের ৷ এরপর তামিলনাড়ু ১১৬ জন , কর্ণাটক ১০২, আন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশে ৯৪-৯৪ , পশ্চিমবঙ্গে ৫৩, পঞ্জাবে ৩৬, দিল্লিতে ২২, গুজরাতে ১৬, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানে ১২ জনের মৃত্যু হয়েছে ৷
Post A Comment:
0 comments so far,add yours