মঙ্গলবার সকাল ৯ টা ৪৬ মিনিট হইতে বুধবার সকাল ৮ টা ২২ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি

আজ কৌশিকী অমাবস্যা। মঙ্গলবার সকাল ৯ টা ৪৬ মিনিট হইতে বুধবার সকাল ৮ টা ২২ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি৷ কথিত আছে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় বসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। কৌশিকী অমাবস্যায় অশুভ শক্তির হাত থেকে বাঁচতে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন--
কৌশিকী অমাবস্যার দিন ভুলেও আমিষ খাবেন না, শরীরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। সহজেই জীবনে অমাবশ্যার কালো ছায়া বা অশুভ প্রভাব পড়ে।
কৌশিকী অমাবস্যার রাতে ভুলেও বাড়ি থেকে অনেকটা দূরত্বে যাত্রা করবেন না। কারণ তন্ত্রসাধনার ফলে যে সমস্ত নেগেটিভ ও পজিটিভ এনার্জির জন্ম হয়, তা যাত্রায় অশুভ প্রভাব ফেলতে পারে। পথে দুর্ঘটনা ঘটার বিপুল সম্ভাবনা থেকে যায়।
গর্ভবতী মহিলারা এদিন বাড়ি থেকে বের হবেন না।
যদি বাড়ির বাইরে বেরনো একান্তই জরুরি হয়, সঙ্গে তুলসি পাতা রাখুন। তবে, অমাবশ্যার দিন তুলসিপাতা তুলতে নেই। কাজেই আগে থেকে তুলে রাখুন।
তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন। এতে আপনার জীবন থেকে অমাবশ্যার কালো ছায়া বা অশুভ প্রভাব পড়বে না।
কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির সদর দরজার সামনর দুটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই তেলের গন্ধে কোনও তন্ত্রর প্রভাব আপনার জীবনে পড়বে না।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours