ঠিকই শুনেছেন। রোজকার হেঁশেলে ব্যবহৃত লাল পেঁয়াজেই বিপদ দেখা দিয়েছে আমেরিকায়।

• আমেরিকার ফেডেরাল হেল্থ আধিকারিকরা সরকারিভাবে জানিয়েছেন, বিশেষ Salmonella ‌সংক্রমণে সংক্রমিত হয়েছেন ৪০০–এর ওপরে মার্কিন নাগরিক। প্রায় ৩০ প্রদেশে এই সংক্রমণ দেখা দিয়েছে। আর সংক্রমিত হয়েছেন পেঁয়াজ থেকে।
• দ্যা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটি বিবৃতি জারি করে গত শুক্রবার জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সংস্থা Thomson International Inc. of Bakersfield–কে জানিয়ে দেওয়া হয়েছে বাকি সমস্ত পেঁয়াজ সরিয়ে নিতে, যাতে সংক্রমণ আর না ছড়াতে পারে।
• এই পেঁয়াজের তালিকায় রয়েছে লাল, সাদা, হলুদ ও মিষ্টি পেঁয়াজ, যা মার্কিন মুলুকে নিয়মিত ব্যবহার করা হয়। যদিও সংস্থার পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
• The Centers for Disease Control and Preventio–এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৩৯৬ জনের শরীরে এই পেঁয়াজের সংক্রমণ দেখা দিয়েছে, যাঁদের মধ্যে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জুলাই মাসের ১০ তারিখ থেকে এই রোগের সংক্রমণ প্রথম দেখা দিতে থাকে।
• কানাডার জনস্বাস্থ্য বিভাগও এই রোগের প্রকোপ খতিয়ে দেখতে শুরু করেছে, কারণ মার্কিন মুলুকের সংক্রমণের মতোই একধরনের সংক্রমণ সে দেশেও দেখা দিয়েছে। যদিও সেটি পেঁয়াজের থেকে কি না, সেটা স্পষ্ট নয়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours