দীর্ঘ প্রতীক্ষার পর সাগরদ্বীপে এই প্রথম চালু হলো "স্যানিটাইজার টানেল".
সাগর দ্বীপের মূল যোগাযোগ ব্যাবস্থা হচ্ছে ভেসেল পরিষেবা। রাজ্য সরকার সাগর দ্বীপের মানুষের কথা ভেবে করোনা থেকে যতটা সম্ভব বিপদ থেকে দ্বীপ বাসিকে দূরে রাখা যায় তারই একটি প্রয়াস। বসানো হলো গঙ্গাসাগর কচুবেড়িয়া ভেসেল ঘাটে অটো সেনিটাইজার টানেল।COVID19 সংক্রমণ কমাতে
আজকের সকাল থেকে মেশিনটি চালু করা হবে সাধারণ যাত্রীদের জন্য। লট নং ৮ থেকে গঙ্গাসাগরে প্রবেশ করার পথে কচুবেড়িয়া ঘাটে সাধারণ মানুষকে অটো সেনিটাইজার করানো হবে।
বর্তমানে সাগরদ্বীপ থেকে ও সাগরদ্বীপের বাইরে থেকে বহু মানুষ যাতায়াত করে থাকেন।সবার সুবিধার্থে ,এই নতুন পদ্ধতি দেখে সাগরের মানুষ অনেকটাই খুশি।
উপস্থিত ছিলেন ভেসেলের ইনচার্জ  অর্পণ দাস সহ আরো অন্যান্য সহকর্মীগণ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours