আপনিই অনুপ্রেরণা’, মোদীকে আন্তর্জাতিক নেতা বললেন নাইডু
ছাড়িয়ে গেল স্থায়ী আমানতকে, মিউচুয়াল ফান্ডে কেন ভরসা বাড়ছে বিনিয়োগকারীদের?
ফুটন্ত জল মুহূর্তেই বরফ! ২৩ ঘণ্টার একটানা তুষার ঝড় সামলেও আন্টার্কটিকায় ফুটবল খেলে এলেন জলপাইগুড়ির প্রীতম
বাম আমলে শিক্ষায় দুর্নীতি? ২০০৯ সালে প্রাথমিকে চাকরিপ্রাপকদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
নদীতে ওটা কী? পুলিশ এসে ডাঙায় তুলতেই থ এলাকার বাসিন্দারা
দীর্ঘ প্রতীক্ষার পর সাগরদ্বীপে এই প্রথম চালু হলো "স্যানিটাইজার টানেল".
সাগর দ্বীপের মূল যোগাযোগ ব্যাবস্থা হচ্ছে ভেসেল পরিষেবা। রাজ্য সরকার সাগর দ্বীপের মানুষের কথা ভেবে করোনা থেকে যতটা সম্ভব বিপদ থেকে দ্বীপ বাসিকে দূরে রাখা যায় তারই একটি প্রয়াস। বসানো হলো গঙ্গাসাগর কচুবেড়িয়া ভেসেল ঘাটে অটো সেনিটাইজার টানেল।COVID19 সংক্রমণ কমাতে
আজকের সকাল থেকে মেশিনটি চালু করা হবে সাধারণ যাত্রীদের জন্য। লট নং ৮ থেকে গঙ্গাসাগরে প্রবেশ করার পথে কচুবেড়িয়া ঘাটে সাধারণ মানুষকে অটো সেনিটাইজার করানো হবে।
বর্তমানে সাগরদ্বীপ থেকে ও সাগরদ্বীপের বাইরে থেকে বহু মানুষ যাতায়াত করে থাকেন।সবার সুবিধার্থে ,এই নতুন পদ্ধতি দেখে সাগরের মানুষ অনেকটাই খুশি।
উপস্থিত ছিলেন ভেসেলের ইনচার্জ অর্পণ দাস সহ আরো অন্যান্য সহকর্মীগণ
Post A Comment:
0 comments so far,add yours