তবে এবার ট্যুইটারে তিনি লিখলেন অসুস্থতার কথা ৷
কয়েকদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে পরীক্ষা হয়েছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ৷ তবে তার রিপোর্টে এসেছে নেগেটিভ৷ ফ্যানদের শুভেচ্ছার বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়ে হাসপাতাল থেকে বাড়িতেও ফিরেছেন সঞ্জু ৷
তবে এবার ট্যুইটারে তিনি লিখলেন অসুস্থতার কথা ৷ তাঁর পোস্টদের মধ্যে অবশ্য স্পষ্ট অসুস্থতার কারণ উল্লেখ করেননি সঞ্জয় ৷
ট্যুইটারে পোস্টে শুধুই সঞ্জয় দত্ত লিখলেন, ‘প্রিয় বন্ধুরা ৷ আমি কিছু দিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছি চিকিৎসার জন্য ৷ আমার পরিবার, আমার বন্ধু-বান্ধব আমার সঙ্গে রয়েছে ৷ আমি সবাইকে বলব, অহেতুক চিন্তা করবেন না ৷ কোনও স্পেকুলেশনকেও গুরুত্ব দেবেন না ৷ শীঘ্রই দেখা হবে !’
২৮ অগাস্ট ওয়েবে মুক্তি পেতে চলেছে মহেশ ভাটের সড়ক ২ ৷ এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours