এক লাফে ৭৫ হাজার। ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘন্টায় দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৬০ জন। যার ফলে দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৪।
দেশে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১,০২৩ জন। গোটা ভারতে করোনায় মৃত ৬০ হাজার ৪৭২ জন। দেশে করোনায় সুস্থতার হার ৭৬.২৪ শতাংশ। এপর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭১ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১।
করোনার করাল থাবায় দেশে সবচেয়ে বেশি বিধ্বস্ত মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৭ লক্ষ ১৮ হাজার ৭১১। ঠাকরে রাজ্যে মোট প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ২২ হাজার ৪২৭ জন। এখন সে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ১৯৫।
দ্বিতীয় সবচেয়ে বেশি করোনা বিধ্বস্ত রাজ্য তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৯৭ হাজার ২৬১। প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৮৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৬০ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৫২ হাজার ৩৬২।
অন্ধ্র প্রদেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৮২ হাজার ৪৬৯। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯২ হাজার ২০৮। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৮৬ হাজার ৭২০ জন। সে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫৪১ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯২ হাজার ২০৮ জন।
Post A Comment:
0 comments so far,add yours