ঘরে টিকটিকি তাড়ানোর কয়েকটা সহজ উপায় জেনে নিন ৷
পৃথিবীতে এমন কোনও দেশ নেই যেখানে টিকটিকি পাওয়া যায় না ৷ প্রায় ৬০০ প্রজাতির টিকটিকি রয়েছে সর্বত্র ৷ বাড়িতে টিকটিকি থাকাটা সাধারণত ক্ষতিকর নয় ৷ উল্টে পোকামাকড় খেয়ে বাড়ি সাফই রাখে তারা ৷ তবে টিকটিকি থাকলে অনেকেরই সেটা পছন্দ হয় না ৷ দেওয়ালে-মাটিতে টিকটিকি প্রচুর পরিমাণে ঘুরে বেড়ালে আর যাই হোক, কারোরই খুব পছন্দ হবে বলে মনে হয় না ৷
টিকটিকি তাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘর বাড়ি পরিষ্কার রাখুন ৷ নিয়মিত অ্যান্টি ব্যাক্টেরিয়াল সলিউশন দিয়ে ঘর মুছুন ৷ জানলা আর দেওয়াল পরিষ্কার রাখুন ৷ ঘরে উজ্জ্বল আলো টিকিটিকি আর অন্য পোকামাকড়কে আকর্ষিত করে তাই প্রয়োজন না থাকলে আলো নিভিয়ে দিন ৷ ডিম লাইট বা হালকা আলো ব্যবহার করতে পারেন ৷ টিকটিকি উপযুক্ত খাদ্য না পেলে বাড়ি থেকে নিজেই চলে যাবে তাই বাড়িতে যাতে অন্য পোকা মাকড় না থাকে সে দিকেও খেয়াল রাখুন ৷ বাড়িতে বিড়াল থাকলে সাধারণত সেই বাড়িতে টিকটিকি থাকে না ৷ দেওয়ালে ফাটল ধরলে তা তাড়াতাড়ি বুজিয়ে ফেলার ব্যবস্থা করুন ৷ বাড়িতে জল জমতে দেবেন না ৷ এবং দেওয়াল থেকে অন্তত ৫ ইঞ্চি দূরে ফার্নিচার রাখার চেষ্টা করুন ৷ মাটিতে জল বা খাবার পড়ে থাকলে তা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন
এছাড়াও উপায় রয়েছে বেশ কয়েকটি ৷ কফি দিয়ে টিকটিকি তাড়ান ৷ এর জন্য লাগবে কফি আর তামাক গুঁড়ো ৷ এই দুটো জিনিস অল্প জলে মিশিয়ে ছোট বলের আকারে গড়ে নিন ৷ যেখানে যেখানে বাড়ির টিকটিকি থাকার সম্ভাবনা সেখানে এই বলগুলি ছড়িয়ে দিন ৷ পাশাপাশি ময়ূরের পালক তো রয়েছেই ৷ যা দেখলে টিকটিকি ভয় পালায় ৷
পেঁয়াজের কড়া গন্ধ একেবারেই সহ্য করতে পারে না টিকটিকি ৷ এর জন্য পেঁয়াজ কেটে ঘরের বিভিন্ন কোণায়, জানলায় আর দরজার গোড়ায় রেখে দিন ৷ এইভাবে টিকটিকি দূরে থাকবে ৷ পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ একদমই সহ্য করতে পারে না টিকটিকি ৷ পেঁয়াজের রস আর জল মিশিয়ে সেটা ঘরে স্প্রে-ও করতে পারেন ৷ এছাড়া ন্যাপথলিনের গন্ধও সহ্য করতে পারে না টিকটিকি ৷
এতগুলি উপায়ের পাশাপাশি টিকটিকি তাড়ানোর আরও একটা ভাল উপায় আছে ৷ সেটা হল তেজপাতা পোড়ানো ৷ একটা তেজপাতা পুড়িয়ে সেই গন্ধ যদি বাড়ির বিভিন্ন কোণায় ছড়িয়ে দিতে পারেন ৷ তাহলেই কেল্লাফতে ! নিমেষে পালাবে টিকটিকি ৷ কয়েকদিন তেজপাতা পোড়ালেই তা কাজে দেবে ৷ আর আসবে না টিকটিকি ৷
Post A Comment:
0 comments so far,add yours