করোনা মহামারী কালেও  সমস্ত সচেতনতা মেনে সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে কাকদ্বীপেও পালিত হলো রাখিবন্ধন উৎসব । এই মহামারীর সময় যেখানে সবার জীবন মরণের কথা ওঠে, সেখানে রাখিপূর্ণিমা আবেগ হলেও সমস্ত সতর্কতা অবলম্বন করেই রাখিপূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন মাননীয় এস.পি. বৈভব তিওয়ারি মহাশয় (আই. পি. এস. সুন্দরবন  জেলা পুলিশ) উপস্থিত ছিলেন এস. ডি. পি. ও. অনিল কুমার রায় মহাশয় এবং অন্যান্য প্রশাসনিক কর্ম কর্তাগণ।এদিন প্রত্যেক পুলিশকর্মী নিজেদের মধ্যে মাস্ক দেন ও রাস্তায় যাতায়াত করা সকলকে মাস্ক বিলি করেন, এবং শুভেচ্ছা বার্তা জানান।
তার সাথে সাথে সকলকে রাখিও পরান।
মেলবন্ধন উৎসবের সাথে সাথে এদিন মানুষকে রাস্তায় চলাফেরার জন্য কি কি সতর্কতা গ্রহণ করা দরকার সে সম্বন্ধেও জানান।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours