দোকান বাজারে এখন স্যানিটাইজার আউট অফ স্টক ! করোনার জেরে একেবারে তটস্থ গোটা দেশ, গোটা বিশ্ব ৷

দোকান বাজারে এখন স্যানিটাইজার আউট অফ স্টক ! করোনার জেরে একেবারে তটস্থ গোটা দেশ, গোটা বিশ্ব ৷
করোনা থেকে বাঁচতে তাই চিকিৎসকরা নিদান দিচ্ছেন, ভাল করে হাত ধুয়ে নিন, মাস্ক পরুন, হাঁচি-কাশির থেকে দূরে থাকুন ৷
কখনও ভেবে দেখেছেন কি? সারাদিন যে আমরা মোবাইল ফোনে ডুবে থাকি, সেটা জীবাণু মুক্ত কিনা? নিজের সঙ্গে সঙ্গে ফোনও রাখুন পরিষ্কার ৷ কীভাবে?
স্মার্টফোনের স্ক্রিন নিয়মিত পরিষ্কার করুন ৷ ব্যবহার করুন স্পিরিট ৷ অথবা দোকান থেকে কিনে নিতে স্ক্রিন ক্লিনার ৷
পরিষ্কার রাখুন ফোনের কিপ্যাড, ইয়ারফোনকেও ৷ পরিষ্কার রাখুন আপনার চার্জার ৷
হাতের সামনে স্পিরিট না পেলে বডি স্প্রেও ব্যবহার করতে পারেন ৷ তবে ভুলেও জলে কিন্তু ধোবেন না আপনার ফোন ৷
মোবাইল কভার ব্যবহার করে থাকলে, তাও রাখুন পরিষ্কার ৷ সাবান জলে পরিষ্কার করে, ভালো করে শুকিয়ে তারপরেই ব্যবহার করুন মোবাইল কভার৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours