ইজারায়েলের বিজ্ঞানীদের দাবি এই মেশিন হাসপাতাল-নার্সিংহোম নয়, বাড়িতে, দোকানে-বাজারে, অফিসে, কলেজে, থিয়েটার-সিনেমা হলে—সব জায়গাতেই সকলেই ব্যবহার করতে পারবেন৷
১০ মিলিলিটারের মাউথওয়াশ দিয়ে গার্গল তারপর সেটাকে মুখ থেকে একটি টিউবে বার করে দিতে হবে- তারপর সেটিকে একটি বিশেষ অ্যানালাইজিং মেশিনে রাখলেই বার হবে ফলাফল৷ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের স্যাম্পেল আর রোগমুক্তদের স্যাম্পেলের পার্থক্য সেই যন্ত্রটি বলে দেবে সেকেন্ডে৷ তবে যে মাউথওয়াশ দিয়ে মুখ ক্লিন করতে হবে আর যে টিউবে ফেলতে হবে দুটিই কোনও সাধারণ জিনিস নয়- ইজারেয়েলের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন করোনা রোগীদের চিহ্নিতকরণের জন্য এই বিশেষ পদ্ধতি৷
SpectraLIT - এটাই নাম এই বিশেষ মেশিনের৷ এইভাবে করোনা পরীক্ষা করানোর জন্য কোনও কেমিক্যাল বা মেডিক্যাল স্কিল প্রয়োজন নেই৷ জাস্ট গার্গল করে স্যাম্পেল দিয়ে দিলেই আসবে ফলাফল৷ Newsight-র CEO এলি অ্যাসোলিন টাইমস অফ ইজরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, মেশিনে আলো জলে ওঠে স্যাম্পেল যখন স্পেশাল চিপে -র সঙ্গে যুক্ত হয়৷ তিনি জানিয়েছেন, ‘একটি আলো ওটার মধ্যে দিয়ে যায়, তখন লাইটের একটা অংশ অঙ্গীভূত হয়ে যায়৷ বাকিটা সেন্সরের মধ্যে ক্যাপচারড হয়৷ ’ (courtesy of Newsight)
আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স টুল দিয়েই করোনা সংক্রমণ রয়েছে কিনা সেই বিশেষ স্পেসিমেনে সেটাই খতিয়ে দেখা হচ্ছে৷ করোনা সংক্রমিত রোগীর স্পেসিমেন ও সাধারণ রোগীর স্পেসিমেন একেবারেই আলাদা হচ্ছে৷ তাই দাবি করেছেন বিজ্ঞানীরা৷(courtesy of Newsight)
বর্তমানে এই বড় পর্বের ট্রায়াল চলছে৷ এর আগে যখন নিজেরা রিসার্চ করেছে তখন যে মানুষদের রিপোর্ট আগেই জানা তাঁদের স্পেসিমেন নিয়ে পরীক্ষা চালিয়েছেন৷ তাতে পজিটিভ-নেগেটিভ দুই ফলাফলের স্যাম্পেলই নেওয়া হয়েছিল৷ বিজ্ঞানীদের দাবি ৯৫ শতাংশ ফলাফল সঠিক এসেছে৷ প্রত্যেক স্পেসিমেনের স্পেকট্রাল সিগনেচর বিশেষ অ্যালগোরিদমে ফেলা হয়েছিল, তার থেকে করোনা আক্রান্ত ও করোনা হীনদের ডেটা তৈরি করা হয়৷
বিজ্ঞানীদের দাবি নতুন এই পদ্ধতি অনেক সহজ- যদি এটি বর্তমান পর্বের ট্রায়ালে সফল হয় তাহলে করোনা রোগীদের চিহ্নিতকরণের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে৷ এটা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে৷ এই যে কিট তার এক একটি দাম ২৫ সেন্ট৷ যাঁরা যন্ত্র বানাচ্ছেন তাঁরা জানিয়েছেন যখন এই যন্ত্রের মাস প্রডাকশন শুরু হবে তখন এক একটি যন্ত্রের দাম হবে ২০০ ডলার৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours