প্রতি মুহুর্তে প্রশাসন থেকে সচেতনতা জারি করা হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী পুনরায় আগামী ২০, ২১, ২৭, ৩১ আগস্ট লকডাউন ঘোষণা করা হয়েছে। মহামারীকে রুখতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। শুধুমাত্র জরুরি পরিষেবা এই লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।
ওষুধের দোকান, অ্যাম্বুল্যান্স, নার্সিংহোমকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। প্রশাসনের তরফ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে লকডাউন অমান্য করলে হতে পারে জরিমানা। প্রশাসন থেকে সচেতনতা করা হলেও হেলদোল নেই সাধারণ মানুষের। সাধারণ মানুষ এখনও রাস্তায় মাস্ক না পড়েই ভিড় জমাচ্ছে বিভিন্ন স্থানে।
আলিপুরদুয়ারের মুদি ব্যবসায়ী শিবু সাহা বলেন, “প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে, কিন্তু সাধারণ মানুষের কোনো হেলদোল নেই। এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে সেটা প্রত্যেক নাগরিকদের মান্যতা দিয়ে মানা উচিত।”
Post A Comment:
0 comments so far,add yours