করোনা আক্রান্তদের চিহ্নিত করতে নতুন রেকর্ড গড়ে একদিনে গোটা দেশে ৭ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হল৷ যার ফলে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা গিয়ে দাঁড়াল ২,৪১,০৬,৫৩৫৷ এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে৷

গত ২৪ ঘণ্টায় দেশে ৫৩,৮৭৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন৷ এখনও পর্যন্ত সবমিলিয়ে ১৪,৮০,৮৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন৷ ভারতে ২৪ ঘণ্টায় এত বেশি সংখ্যক করোনা আক্রান্ত এই প্রথম সুস্থ হয়ে উঠলেন৷ সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৮.৭৮ শতাংশ৷ মৃত্যু হার কমে হয়েছে ২.০১ শতাংশ৷

আইসিএমআর-এর বিজ্ঞানী এবং মিডিয়া কো-অর্ডিনেটর লোকেশ শর্মা জানিয়েছেন, 'শনিবার ৭,১৯,৩৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ৷ করোনা রোগীদের চিহ্নিত করতে প্রতি মিনিটে ৫০০টি নমুনা পরীক্ষা করছে ভারত৷'পরীক্ষার সংখ্যা বাড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাবে৷ সে কথা মাথায় রেখেই প্রতিটি রাজ্যকে দ্রুত নতুন সংক্রমিতদের চিহ্নিতকরণ এবং তাঁদের নিভৃতবাসে পাঠানোর এবং উপযুক্ত চিকিৎসা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে৷ এই কারণেই 'টেস্ট, ট্র্যাক অ্যান্ড ট্রিট' কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours