চিনের শেনঝেন প্রদেশের সরকারি বিবৃতি ব্রাজিল থেকে আনানো মাংসে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

ব্রাজিল থেকে ফ্রোজেন চিকেন আমদানি করেছিল চিন। বৃহস্পতিবার চিনের শেনঝেন প্রদেশের সরকারি বিবৃতি সেই মাংসে করোনা ভাইরাসের উপস্থিতি
সরকারি ওই নির্দেশিকায় বলা হয়েছে আমদানি করা মুরগির মাংসের একটি ব্যাচে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
শেনঝেন প্রদেশের স্বাস্থ্য দফতর ঘটনাটি সামনে আসার পর থেকেই সক্রিয়। ওই মাংস যাঁরা হাতে ধরেছেন, বাড়িতে নিয়েছেন, তাঁদের সকলকে চিহ্নিত করে করোনা পরীক্ষার কাজ শুরু হয়েছে।
শেনঝেন এপিডেমিক প্রিভেনশান অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারের বক্তব্য, সামুদ্রিক খাবার ও মাছমাংস আমদানির বিষয়ে আরও সতর্ক হতে হবে মানুষের। না হলে করোনা লড়াইয়ে বুমেরাং হতে পারে যখন তখন।
এর আগেও ইকুয়েডর থেকে আনানো চিংড়ি মাছের প্যাকেটেও করোনার উপস্থিতি পাওয়া গিয়েছিল চিনে।
জুন থেকে যত প্যাকেজড মাংস ও সামুদ্রিক খাবার আনানো হয়েছে বাইরে থেকে, সমস্তটা খতিয়ে দেখবে চিনা সরকার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours