অন্যদিকে চিন থেকে পালিয়ে আসা ভাইরাস বিশেষজ্ঞের দাবি, অনেক আগেই করোনার কথা জানত চিন। হংকংয়ের বিজ্ঞানী ড. লি মেং ইয়াং ২৮ এপ্রিল রাতারাতি, এক কাপড়ে চিন থেকে আমেরিকা পালিয়ে এসেছিলেন, সঙ্গে ছিল শুধু পাসপোর্ট আর টাকার ব্যাগ! তিনি জানতেন, ঘুণাক্ষরেও কেউ টের পেলে তাঁকে জেলে ভরা হবে, গায়েব করাও হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজের সামনে এতদিনে মুখ খুলে এমনই সব বিস্ফোরক দাবি জানিয়েছেন লি মেং ইয়াং। তিনি বলছেন, ডিসেম্বর নয়, করোনার কথা অনেক আগে থেকেই জানত চিন। তার অভিযোগ, তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা করোনা প্রতিরোধে ভূমিকা নিতে পারত। কিন্তু তাকে পাত্তাই দেয়নি নামজাদা বিশেষজ্ঞরা।
অন্যদিকে চিন থেকে পালিয়ে আসা ভাইরাস বিশেষজ্ঞের দাবি, অনেক আগেই করোনার কথা জানত চিন। হংকংয়ের বিজ্ঞানী ড. লি মেং ইয়াং ২৮ এপ্রিল রাতারাতি, এক কাপড়ে চিন থেকে আমেরিকা পালিয়ে এসেছিলেন, সঙ্গে ছিল শুধু পাসপোর্ট আর টাকার ব্যাগ! তিনি জানতেন, ঘুণাক্ষরেও কেউ টের পেলে তাঁকে জেলে ভরা হবে, গায়েব করাও হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজের সামনে এতদিনে মুখ খুলে এমনই সব বিস্ফোরক দাবি জানিয়েছেন লি মেং ইয়াং। তিনি বলছেন, ডিসেম্বর নয়, করোনার কথা অনেক আগে থেকেই জানত চিন। তার অভিযোগ, তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা করোনা প্রতিরোধে ভূমিকা নিতে পারত। কিন্তু তাকে পাত্তাই দেয়নি নামজাদা বিশেষজ্ঞরা।
Post A Comment:
0 comments so far,add yours