আয়করদাতাদেের জন্য অবশ্যই স্বস্তির খবর ৷ ২০১৯-২০ অর্থ বর্ষের ITR বা আয়কর জমা দেওয়ার সময়সীমা আরও বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হল ৷ শনিবার আয়কর দফতরের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷ লকডাউনের মধ্যে করদাতাদের অসুবিধার কথা ভেবেই আইটিআর ফাইলিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে ৷ প্রথমে ৩০ জুন এবং ৩১ অক্টোবর ছিল গত অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা। করোনা-লকডাউন আবহে যা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছিল। এবার তা আরও বাড়িয়ে ৩০ নভেম্বর করা হল।
কয়েকটি নিয়ম পরিবর্তনের কথাও উল্লেখ করা হয়েছে ৷ যেমন ইলেকট্রিক বিলের জন্য ১ লক্ষ টাকার বেশি খরচ করে থাকলে, ওই ফর্মেই রিটার্ন জমা দেওয়ার কথা বলেছে CBDT। এছাড়াও অর্থবর্ষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি টাকার বেশি জমা করে থাকলেও তা জানাতে হবে। করদাতার কারেন্ট অ্যাকাউন্ট থাকলে এবং তাতে ১ কোটি টাকার বেশি জমা পড়লে, তা আয়কর দফতরকে জানাতে হবে। পাশাপাশি ব্যক্তিগত কোনও ভ্রমণে ২ লক্ষ বা তার বেশি খরচ করলে, ITR জমা দেওয়ার সময় পাসপোর্ট নম্বর জমা করতে হবে আয়করদাতাকে।
Post A Comment:
0 comments so far,add yours