দিঘায় উঠল বিশাল ৭৮০ কিলোর চিলশঙ্কর মাছ। প্রজাতিটি দুর্লভ বলে জানাচ্ছেন মত্স্য বিশেষজ্ঞরা। এই মাছটি দেখতে অনেকটা উড়ো জাহাজের মতো।
দিঘা মোহনায় এই বিশাল আকারের চিলশঙ্কর মাছ ওঠায় মৎসজীবীদের মধ্যে হুল্লোড় পড়ে গিয়েছে। ওজন প্রায় ৭৮০ কিলো হলেও বাজার মূল্য লক্ষাধিক টাকা।
এইদিন বিশাল আকারের চিলশঙ্কর মাছ দেখতে ভিড় জমান স্থানীয় মানুষ ও বেশ কয়েকজন পর্যটক। উৎসুক পর্যটক আবার ছবিও তোলেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours