নতুন সদস্যের আগমনে এখন জোনাস পরিবারে খুশির বন্যা বইছে । সদ্যোজাতর নাম রাখা হয়েছে ইল্লা ।
• প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । নিজের থেকে ১০ বছরের ছোট নিককে পিগি চপস বিয়ে করেছেন দেড় বছর আগে । তাঁদের প্রেম ঠিক যেন রূপকথার গল্পের মতো । ২০১৮-র ১ ডিসেম্বর উদয়পুরের উমেদ ভবনে চার হাত এক হয় কপোত-কপোতীর ।
• চোপড়া আর জোনাসের ভক্তকূল এখন অপেক্ষা করে রয়েছে পরিবারে নতুন সদস্যের আগমণের । কবে মা হবেন দেশি গার্ল, সেই খবরের প্রত্যাশা করছেন ফ্যানরা ।
• জোনাস পরিবারে সত্যিই এ বার নতুন সদস্য পা রেখেছে । তবে ভাববেন না যেন, প্রিয়াঙ্কা-নিক বাবা-মা হয়েছেন লকডাউনের মধ্যেই । সম্প্রতি মা হয়েছেন ‘গেম অফ থোর্নস’ খ্যাত সোফি টার্নার ।
• সোফি সম্পর্কে প্রিয়াঙ্কার জা । সোফি আর জো জোনাস জন্ম দিয়েছেন একটি কন্যা সন্তানের । সদ্যোজাতর নাম রাখা হয়েছে ইল্লা ।
• ২০১৭-র অক্টোবরে এনগেজমেন্ট হয়েছিল সোফি আর জো’র । এরপর গত বছর লাস ভেগাসে বিয়ে করেন তাঁরা ।
• তারপরেই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতি জানিয়েছিলেন নতুন সদস্য আসতে চলেছে তাঁদের পরিবারে ।
Post A Comment:
0 comments so far,add yours