হর্ষ বর্ধন জানিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যাঁরাই ভ্যাকসিন তৈরির কাজ করছেন, সংশ্লিষ্ট সবার সঙ্গেই সরকারের তরফে যোগাযোগ রাখা হচ্ছে৷
#নয়াদিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলে ভাল সাড়া মিলেছে৷ কিন্তু এখনই করোনা ভ্যাকসিন কেনা নিয়ে কোনও সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে চায় না কেন্দ্রীয় সরকার৷ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, এখনই কোনও চুক্তি করা খুব তাড়াহুড়ো হয়ে যাবে৷
ইতিমধ্যেই বিশ্বজুড়ে গবেষকদের অন্তত তিনটি দল করোনা প্রতিষেধক তৈরির ক্ষেত্রে প্রাথমিক সাফল্য পেয়েছে৷ বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন উৎপাদনের জন্য চুক্তিও করে ফেলেছে৷ তবে এ বিষয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারত সরকার৷
অক্সফোর্ডের পাশাপাশি চিন এবং জার্মানিতে তৈরি দু'টি ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফল আশাব্যঞ্জক বলে দাবি করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে৷ এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যে নির্দিষ্ট প্রতিষেধকটির বিষয়ে কথা বলা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত তথ্য আমার কাছে নেই৷ তবে গোটা বিশ্বে করোনার অন্তত ২০০টি ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে৷ সেগুলির সবকটির উৎপাদন শুরু হতেই এখনও অনেক দেরি৷ সেগুলিকে এখনও প্রতিষেধক বলা যায় না৷' কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অবশ্য একই সঙ্গে জানিয়েছেন, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারতও পিছিয়ে থাকবে না৷
ফলে এখনই ভ্যাকসিন ক্রয়ের পরিকল্পনা এবং তা নিয়ে জনসাধারণকে আশ্বস্ত করার পথে হাঁটতে চায় না কেন্দ্রীয় সরকার৷ হর্ষ বর্ধন জানিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যাঁরাই ভ্যাকসিন তৈরির কাজ করছেন, সংশ্লিষ্ট সবার সঙ্গেই সরকারের তরফে যোগাযোগ রাখা হচ্ছে৷ তিনি বলেন, 'শুধু এটুকু বলব, যখনই কোনও ভ্যাকসিন তৈরি হয়ে যাবে, দেশের মানুষ যাতে তা হাতে পান তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা করবে সরকার৷ আমরা এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছি৷ ভারত কোনওদিক দিয়েই পিছিয়ে থাকবে না৷'
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours