পৃথিবীর তাবড় ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা যে শুধু শুধু এত হাজার হাজার কোটি বিনিয়োগ করছেন না তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই প্রকাশ্যে এল ভার্জিন গ্যালাক্টিকের আধুনিকতম নকশার স্পেসক্রাফটের যাত্রীদের আসনের ছবি। আর এই ছবি যে মহাকাশে বাণিজ্যিক প্রমোদভ্রমণের ইতিহাসে বড় ল্যান্ডমার্ক হয়ে থেকে যাবে, তা বলাই যায়।
তবে আজ নয়, এ বিশয়ে প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে এগোচ্ছে ভার্জিন গ্যালাক্টিক। প্রথম বড় ব্যাঘাত আসে ২০১৪ সালে টেস্ট ফ্লাইটের সময়ে একটি যান ভেঙে পড়ে পাইলটের মৃত্যুতে। এর পর নতুন করে আরও উন্নত ও নিরাপদ করে নকশা করা হয় স্পেসক্রাফটের। অবশেষে ৬ বছর পর সফলভাবে বাস্তবায়িত হল সেই নকশা।

টিকিটের দাম প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা। আপাতদৃষ্টিতে এই অঙ্ক বিশাল মনে হলেও এর পেছনে যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, তার তুলনায় এটি নামমাত্রই বলা যায়।
একটি লিফট এয়ারক্রাফটের মাধ্যমে নির্দিষ্ট উচ্চতা (৪৫,০০০ ফিট) পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যানটিকে। এরপর সেখানে আলাদা হয়ে ভূপৃষ্ঠ থেকে ৬৮ মাইল উচ্চতায় চলে যাবে যানটি। সেখান থেকে মহাকাশের অনুভূতি পাবেন যাত্রীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours