পয়লা বৈশাখে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন পিকনিকে, রাত পেরতেই বাড়ির অদূরে উদ্ধার যুবকের দেহ!
দুলালের ঘরে ইডি! আজাদের হদিশ পেতেই ভুয়ো পাসপোর্ট-কাণ্ডে তদন্তকারীরা ছুটল নদিয়ায়
সরকারের বাইরে কেউ যদি অতিরিক্ত ত্রাণ দেয় অসুবিধা কোথায়?’, রাজ্যকে প্রশ্ন বিচারপতি সিনহার
হিন্দুরা টিভি-ফ্রিজ কিনছেন, কিন্তু…’, মুর্শিদাবাদের ঘটনার পর ‘পরামর্শ’ দিলীপের
আমরা হিন্দুদের থেকে সম্পূর্ণ আলাদা…’, উসকে দিলেন ‘২ নেশন থিওরি’, ভারতীয় সেনা নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক সেনা প্রধানের
পৃথিবীর তাবড় ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা যে শুধু শুধু এত হাজার হাজার কোটি বিনিয়োগ করছেন না তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই প্রকাশ্যে এল ভার্জিন গ্যালাক্টিকের আধুনিকতম নকশার স্পেসক্রাফটের যাত্রীদের আসনের ছবি। আর এই ছবি যে মহাকাশে বাণিজ্যিক প্রমোদভ্রমণের ইতিহাসে বড় ল্যান্ডমার্ক হয়ে থেকে যাবে, তা বলাই যায়।
তবে আজ নয়, এ বিশয়ে প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে এগোচ্ছে ভার্জিন গ্যালাক্টিক। প্রথম বড় ব্যাঘাত আসে ২০১৪ সালে টেস্ট ফ্লাইটের সময়ে একটি যান ভেঙে পড়ে পাইলটের মৃত্যুতে। এর পর নতুন করে আরও উন্নত ও নিরাপদ করে নকশা করা হয় স্পেসক্রাফটের। অবশেষে ৬ বছর পর সফলভাবে বাস্তবায়িত হল সেই নকশা।
টিকিটের দাম প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা। আপাতদৃষ্টিতে এই অঙ্ক বিশাল মনে হলেও এর পেছনে যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, তার তুলনায় এটি নামমাত্রই বলা যায়।
একটি লিফট এয়ারক্রাফটের মাধ্যমে নির্দিষ্ট উচ্চতা (৪৫,০০০ ফিট) পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যানটিকে। এরপর সেখানে আলাদা হয়ে ভূপৃষ্ঠ থেকে ৬৮ মাইল উচ্চতায় চলে যাবে যানটি। সেখান থেকে মহাকাশের অনুভূতি পাবেন যাত্রীরা।
Post A Comment:
0 comments so far,add yours